চবিতে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল শিক্ষার্থীরা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরীক্ষা দিতে আসা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দিয়েছে শিক্ষার্থীরা। ওই ছাত্রলীগ নেতার নাম সাজ্জাদ হোসেন। তিনি রাজনীতি বিজ্ঞান বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী।সোমবার (৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চবি শিক্ষার্থী হৃদয় তরুয়া হত্যা মামলা রয়েছে।শিক্ষার্থীরা বলেন, ‘সাজ্জাদ হোসেন ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ও জুলাই আন্দোলনের সময় নানাভাবে শিক্ষার্থীদের হুমকি দিতো। ৩ আগস্ট চট্টগ্রামের নিউমার্কেট সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে সে জড়িত ছিল। আমরা কোনো ফ্যাসিস্টের দোসরদের ক্যাম্পাসে দেখতে চাই না। কীভাবে একজন হত্যাকারী ইতোপূর্বে পাঁচটি পরীক্ষা দিয়েছে, যা শহীদের সঙ্গে প্রতারণা। আমরা এই হত্যাকারীর ছাত্রত্ব বাতিল চাই।’
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ‘রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এক ছাত্রকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করেছে। পরে তারা প্রক্টর অফিসে নিয়ে আসে। আমরা পুলিশ এবং আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে প্রমাণ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।’