নিমিষেই পুড়ে ছাই ২টি স্বপ্ন
প্রায় আড়াই লাখ টাকা খরচ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেলস্টেশন এলাকায় একটি ফাস্টফুডের দোকান কিনেছিলেন ২ বন্ধু ফরহাদ হোসেন ও খাদিজা আক্তার সুইটি। বড় উদ্যোক্তা হওয়ার স্বপ্ন থেকেই গত অক্টোবরে দুজনে মিলে কিনেছিলেন এই দোকান। দোকান চালু করার ঘোষণা ঘটা করেই ফেইসবুকে দিয়েছিলেন তারা। জানিয়েছিলেন প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষে সবকিছু গুছিয়ে আগামী ২০ নভেম্বর শুরু করতে যাচ্ছেন নোঙরের কার্যক্রম। তবে নিয়তি তাদের সহায় হয়নি। ফেইসবুকে ঘোষণা দেয়ার পরের দিন সকালেই আগুন লেগে লেগে ছাই হয়ে গেছে ফরহাদ-সুইটির স্বপ্নের সেই দোকান। ফরহাদ হোসেন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান ও খাদিজা আক্তার সুইটি সমাজতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
শনিবার (৯ নভেম্বর) সকালে সাড়ে ১০টার দিকে আগুন লাগে বিশ্ববিদ্যালয় রেলস্টেশন এলাকায় অবস্থিত ‘নোঙর’এ। এ সময় পুড়ে ছাই হয়ে যায় নোঙরের পাশে থাকা ‘স্টেশন জ্যাম’ নামে আরেকটি খাবারের দোকান। স্টেশন জ্যামের মালিক রাব্বি তালুকদার ও জাহিদুল ইসলাম ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। প্রায় ২ বছর ধরে এই দোকান চালাচ্ছেন তারা। বিনিয়োগ রয়েছে তিন লাখ টাকার বেশি। এই অগ্নিকাণ্ডের ঘটনায় তারাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই দুটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে নোঙরের মালিক ফরহাদ হোসেন বলেন, সকালে ঘুম থেকে উঠে শুনি যে স্টেশনে একটি দোকানে আগুণ লেগেছে। তখনও জানতাম না কোন দোকানে আগুণ লেগেছে। এরপর সকাল ১১টার দিকে সেখানে গিয়ে দেখি আমার দোকানটাই পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি আরও বলেন, আমরা গতকাল দুপুর পর্যন্ত কাজ করে দোকানের প্রায় সবকিছু গোছিয়ে রেখেছিলাম। আর আজকেই আমাদের সাথে এমন ঘটনা ঘটলো। লোহার জিনিসগুলো ছাড়া সবকিছু ছাই হয়ে গেছে। প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফরহাদ বলেন, আমি ফায়ার সার্ভিসের কর্মীদের কাছে আগুন লাগার বিষয়ে জিজ্ঞেস করেছিলাম। তারা নির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেনি। কীভাবে আগুন লেগেছে কিছুতেই বুঝতেছি না।
স্টেশন জ্যামের মালিক রাব্বি তালুকদার ও নোঙরের মালিক ফরহাদ হোসেন জানান, শিক্ষার্থীরা তাদের নিজ নিজ জায়গা থেকে ছোটখাটো যে কর্মসংস্থান গুলো তৈরি করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যাতে সেগুলো নিয়মিত তদারকি করেন। নিরাপত্তা ব্যবস্থাটা যাতে মজবুত হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরেই যেন ভিতরেই অগ্নিনির্বাপক ব্যবস্থা করা হয় যাতে পরবর্তী সময়ে কোন ক্ষুদে উদ্যোক্তার এভাবে স্বপ্নগুলো চুরমার হয়ে না যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, রেলস্টেশন এলাকায় ১টি দোকান আগুন লেগে পুড়ে গেছে। তবে আগুন আশেপাশে ছড়িয়ে পড়ার আগে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের দেশ ওমানে টায়ার বিস্ফো,রণে বাংলাদেশি সেনবাগের এক প্রবাসীর মৃ,ত্যু
কেউ ইচ্ছে করে আগুন লাগিয়ে দিয়ে থাকতে পারে কি-না, এমন প্রশ্নের জবাবে প্রক্টর বলেন, স্টেশন এলাকায় যুবলীগের হানিফ বাহিনী আগে একটা দোকান ভাংচুর করেছে। আমরা কোনো ঘটনাকেই সন্দেহের বাইরে রাখছি না।
এদিকে পুড়ে যাওয়া দোকানের মালিকদের পাশে দাড়াতে স্টেশন এলাকার কয়েকটি দোকানসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা তহবিল সংগ্রহ করা শুরু করেছেন বলে জানা গেছে। এ সময় তারা সকল শিক্ষার্থীকে ক্ষতিগ্রস্ত দোকানমালিক শিক্ষার্থীদের পাশে দাড়ানোর আহ্বান জানান।