মধ্যপ্রাচ্যের দেশ ওমানে টায়ার বিস্ফো,রণে বাংলাদেশি সেনবাগের এক প্রবাসীর মৃ,ত্যু
মধ্যপ্রাচ্যের দেশ ওমানের ব্রাইমি দুবাই বর্ডার একাকায় গাড়ির টায়ার বিস্ফেরণে বাংলাদেশী প্রবাসী মুসলিম উদ্দিন প্রকাশ শামসু উদ্দিন (৩২) এর মৃ,ত্যু হয়েছে।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল দিকে টায়ার বিস্ফো,রণের ঘটনাটি ঘটে। নিহত প্রবাসী নোয়াখালী সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউপি ২নং ওয়ার্ড পলতি গ্রামের ফরাজি বাড়ির বজলুর রহমানের কনিষ্ঠ পুত্র। মৃত্যুর খবর শুনে নিহতের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। ২০১৮ সালে জীবিকার তাগিদে নিহত মুসলিম উদ্দিন বাংলাদেশ থেকে পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশ ওমানে।
নিহত মুসলিম উদ্দিনের আপন বড় ভাই সামসু উদ্দিন গণমাধ্যম কে বলেন, আমার ছোট ভাই পেশায় গাড়ির গেরেজে (অটো মোবাইল টেকনিশিয়ানের) কাজ করতেন। বৃহস্পতিবার সকালে একটি গাড়ির টায়ারে হাওয়া দেয়ার সময় টায়ার বিস্ফো,রণে ঘটনাস্থলে মারা যায়। মেডিকেলে নেয়ার কোন সুযোগ ছিল না। লা,শ দেশে দ্রুত আনার বিষয়ে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সরকারি সহযোগিতা পেলে দ্রুত আমার ভাইয়ের লা,শ বাংলাদেশে আনতে পারব। পরিবারে তার স্ত্রী এবং ৩মাসের ১টি কণ্যা সন্তান রয়েছে।