মতিঝর্ণা এলাকার মানিক প্রকাশ কাস্টিং মানিকের নেতৃত্বে টিসিবির পণ্য নয় ছয়!
আজ ১৮ ডিসেম্বর মঙ্গলবার বিকালে নগরীর লালখান বাজার এলাকার তুলা পুকুর লেইনে ৪০০ জনের প্যাকেট উপস্থিত লাইনে দাঁড়ানো মানুষকে না দিয়ে মানিকের আত্মীয়-স্বজনকে টোকেন দেন। এ নিয়ে উপস্থিত লোকজনের সাথে বাকবিতন্ড হয়। সাধারণ মানুষ এতে ক্ষোভ প্রকাশ করে । গণমাধ্যম কর্মীরা ভিডিও করতে গেলে মোবাইল ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে। উপস্থিত লোকজনের বাঁধায় মোবাইল ছিনিয়ে নিতে পারে নি।এ বিষয় নিয়ে বিসিবি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান ( যুগ্ম পরিচালক) মো : শফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা এ বিষয় নিয়ে কিছু বলতে পারবো না। আমরা শুধু মালামাল সাপ্লাই দিয়ে থাকি। এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয় ব্যবস্হা নিতে পারে।এছাড়াও ওয়ার্ড অফিসের সচিবও উদ্যোগ নিতে পারে।এদিকে ওয়ার্ড অফিসের সচিবের মন্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগ করলেও কোন মন্তব্য নেওয়া সম্ভব হয় নি।