চট্টগ্রাম
চট্টগ্রাম প্রবাসী ক্লাবের নেতৃবৃন্দের চসিক মেয়রের সাথে সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি’র নেতৃত্বে ক্লাবের নবগঠিত পরিচালনা কমিটির নেতৃবৃন্দ চসিক মেয়র ডা.শাহাদাত হোসেনের সাথে চসিক মেয়রের সিটি কর্পোরেশন কার্যালয়ে সোমবার সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় নেতৃবৃন্দ চসিক মেয়র ডা.শাহাদাত হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান সেই সাথে ক্লাবের কমিটির বিষয়ে অবহিত করেন।
চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন ক্লাব কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান সেই সাথে দেশ গঠনে বিশেষ করে জুলাই ২৪ বিপ্লবের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার পাশাপাশি প্রবাসী বীর রেমিট্যান্স যোদ্ধাদের অগ্রণী ভূমিকার প্রশংসা করেন। এসময় তিনি রেমিট্যান্স যোদ্ধাদের সংগঠন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের রেমিট্যান্স যোদ্ধা সদস্যদের সহযোগিতার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ ইসমাইল ইমন, ডায়মন্ড ও ভিআইপি সদস্য নাজিম সিকদার, আব্দুল মান্নান,আবু ইউসুফ মামুন, দিদারুল আলম, সোহেল সিকদার, নুরুল কবির,হাজী আবুল কাসেম ও আরিফুল ইসলাম,জসিম কুসুমপুরী প্রমুখ।
সংবাদদাতা
ইসমাইল ইমন
চট্টগ্রাম,
০১৮১০২৮৪১৯২