বিনিয়োগ করা ঋণের টাকা ফেরত পেতে এস আলমের কর্ণধার সাইফুল ইসলাম মাসুদের বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা
আলী মুর্তজা রাজু, চট্টগ্রাম প্রতিনিধি :
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর পৌনে বারোটার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ সুগন্ধা আবাসিক এলাকায় ব্যাংকটির চট্টগ্রাম অঞ্চলের ১২টি শাখার কর্মকর্তারা এ অবস্থান কর্মসূচি পালন করেন।
টাকা আদায়ের জন্য এ কর্মসূচি পালন করা হয়েছে বলে জানান কর্মসূচিতে অংশ নেওয়া ব্যাংকটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মোস্তফা কামাল। তিনি বলেন, “জনগণের আমানত গ্রহণ করে আমরা বিনিয়োগ করে থাকি। বিনিয়োগের টাকা আদায় না হওয়ায় এখন একটি সংকট সৃষ্টি হয়েছে।”
তিনি আরও বলেন, ব্যাংকটির বিনিয়োগ করা ৬৫ হাজার কোটি টাকার মধ্যে নামে-বেনামে ৪৫ হাজার কোটি টাকা নিয়ে গেছে এস আলম গ্রুপ। এর মধ্যে চট্টগ্রামের বিভিন্ন শাখা থেকে নিয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা।
একটি গ্রুপকে কেন এত টাকা বিনিয়োগ করা হয়েছিল এমন প্রশ্নের জবাবে মোস্তফা কামাল বলেন, “দেশের বর্তমান পরিস্থিতি আর আগের পরিস্থিতি এক ছিল না। যার কারণে বিনিয়োগগুলো সঠিকভাবে যাচাই-বাছাই করা সম্ভব ছিল না।”