চট্টগ্রাম

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজ ১১/০৪/২০২৫ খ্রি. তারিখে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনকল্পে একটি মতবিনিময় সভা চট্টগ্রাম সিআরবি ভবন এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় এর মাননীয় উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান। সভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন, বিভাগীয় কমিশনার ডঃ মো: জিয়াউদ্দিন,পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ কামরুজ্জামান এনডিসি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম জেলা প্রশাসক জনাব ফরিদা খানম।

সভায় চট্টগ্রামের জলাবদ্ধতার বিভিন্ন কারণের সাম্প্রতিক পরিস্থিতি এবং জলাবদ্ধতা নিরসন প্রকল্প গুলি সম্পর্কে পর্যালোচনা করা হয়। এ প্রসঙ্গে শহরের বিভিন্ন সড়ক, নালা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সচেতনতামূলক ক্যাম্পেইন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও শহর জুড়ে ডাস্টবিন সরবরাহ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে বিভিন্ন উদ্যোগের সুপারিশ করা হয়। জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন খাল খনন প্রকল্পের ব্যাপারে পর্যালোচনা করা হয়। এ সময় চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনারবৃন্দ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর কর্মকর্তা বৃন্দ, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সাথে সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button