চট্টগ্রাম

রাজকীয় ইফতারের বড় আয়োজন নিয়ে পেনিনসুলায় ‘রমজান ইফতার ফিস্ট’

দেশীয় এবং আন্তর্জাতিক খাবারের রাজকীয় ইফতার আয়োজন নিয়ে চট্টগ্রামের তারকা হোটেল পেনিনসুলায় শুরু হয়েছে ‘রমজান ইফতার ফিস্ট, পেনিনসুলার এক্সিকিউটভ শেফ মিলরয় নানায়াক্কারা এবং তার পেশাদার শেফ টিমের তত্ত্বাবধানে ঘরোয়া পরিবেশে তৈরি শতাধিক সুস্বাদু খাবারের মেনুতে সাজানো থাকছে রমজান মাসব্যাপী ইফতার ও ডিনার আয়োজন।

এবারের রমজানে,পেনিনসুলা চিটাগং নিয়ে এসেছে একটি অসামান্য ‘ইফতার বোনানজা’ স্প্রেড। এর মধ্যে রয়েছে ইফতার টেকওয়ে বক্স মাত্র ১২০০ টাকা। থাকছে পটেটো মোজারেলা স্টিকস, কর্ন ফ্লেক্স ক্রাস্টেড চিকেন, মেক্সিকান চিকেন অ্যাঞ্জেল পিৎজা, হানি বি বিবিকিউ চিকেন স্কেভারস, টেংরি কাবাব, স্কচবেল কেবাব, বেগেফেবল, বেগফেল, মেক্সিকান চিকেন পিজ্জা সহ বিভিন্ন ধরনের সুস্বাদু আইটেম। এছাড়াও ইফতার মেনুতে রয়েছে কোফতা কাবাব, হালিম, আস্ত তন্দুরি চিকেন, বিফ তেহারি, জিলাপি, বাসবউসা, খেজুর পুডিং এবং আরও অনেক কিছু। টাটকা ও স্বাস্থ্যসম্মতভাবে হোম ডেলিভারির জন্য ফুডপান্ডা এবং পাঠাও-এর মাধ্যমে অনলাইন অর্ডারের সুবিধা রাখা হয়েছে।

অপরদিকে. পেনিনসুলার বিশেষ ইফতার আয়োজনে রয়েছে মাত্র ১০৫০ টাকায় ট্র্যাডিশনাল প্ল্যাটার, ১৪০০ টাকায় কন্টিনেন্টাল প্ল্যাটার এবং ১৭৫০ টাকায় পেনিনসুলা প্ল্যাটার, যা পেনিনসুলার অভ্যান্তরীন আউটলেটে পরিবার এবং বন্ধুদের সাথে উপভোগ করা যাবে। ২৩০০ টাকায় ওজন প্ল্যাটার উপভোগ করা যাবে পেনিনসুলার ওজন লাউঞ্জে। এছাড়াও ১৫০০ টাকা থেকে শুরু করে কর্পোরেট ইফতার বক্স এবং ৯৫০ টাকা থেকে ব্যাঙ্কুয়েট ইফতার প্যাকেজের সুবিধা দিচ্ছে পেনিনসুলা।

পেনিনসুলার লেগুনা এবং সিরাস স্কাই ডাইনিং-এ জনপ্রতি ৪২০০ টাকায় ইফতার ও ডিনার বুফে উপভোগ করতে পারবেন অতিথিরা। নির্দিষ্ট কার্ডে ৪২০০ টাকায় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এবং ৬০০০ টাকায় বাই ওয়ান গেট থ্রি ফ্রি অফার রয়েছে। এছাড়া সেহরির জন্য, লেগুনা রেস্টুরেন্টে মাত্র ২০০০ টাকায় স্পেশাল বুফে উপভোগ করতে পারবেন অতিথিরা। নির্দিষ্ট কার্ডে ৪০০০ টাকায় বাই ওয়ান গেট থ্রি ফ্রি অফার রয়েছে সেহেরিতে।
আরও বিস্তারিত জানতে, ০১৭৫৫৫৫৪৫৭৯, ০১৭৫৫৫৫৪৬২৪ নম্বরে ফোন করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button