সীতাকুন্ডে র্যাবের অভিযানে বিপুল ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক কারবারি আটক

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ডে র্যাব-৭ এর একটি সফল অভিযানে ৯৯ বোতল ফেন্সিডিল ও ১৩.৫০ কেজি গাঁজাসহ মোঃ পারভেজ (২২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে—ফেনী থেকে একটি প্রাইভেটকারযোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য চট্টগ্রামের দিকে আনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ৩ এপ্রিল ২০২৫ তারিখ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে র্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান শুরু করে।

এক পর্যায়ে একটি প্রাইভেটকার র্যাবের চেকপোস্ট লক্ষ্য করে দ্রুতগতিতে এগিয়ে এলে থামানোর সংকেত দেওয়া হয়। কিন্তু গাড়িটি সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে গাড়িটি থামিয়ে চালককে আটক করেন।
পরবর্তীতে চালকের পরিচয় জানা যায়—তার নাম মোঃ পারভেজ, পিতা: কামাল উদ্দিন, সাং: মাটিয়াগোদা, থানা: ছাগলনাইয়া, জেলা: ফেনী। তাকে জিজ্ঞাসাবাদ এবং প্রাইভেটকারটি তল্লাশি করে ব্যাকডালার ভেতরে থাকা একটি ট্র্যাভেল ব্যাগ ও একটি সাদা প্লাস্টিক বস্তা থেকে কসটেপে মোড়ানো অবস্থায় ৯৯ বোতল ফেন্সিডিল ও ১৩.৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর এক কর্মকর্তা জানান, “আমরা নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ ধরনের মাদক চক্রের ওপর নজরদারি চালিয়ে যাচ্ছি। মাদকবিরোধী এ ধরনের অভিযান চলমান থাকবে।”
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ টাকা বলে জানানো হয়েছে। আটককৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুন্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।