চট্টগ্রাম

চসিক মেয়রের সাথে চট্টগ্রাম বন্দর মেরিন কন্ট্রাক্টার পাহারাদার কল্যাণ সমিতির সৌজন্য সাক্ষাত


দেশের উন্নয়নের স্বার্থে বন্দরের উন্নয়ন করা অনস্বীকার্য – ডা: শাহাদাত হোসেন


আজ ২২ ডিসেম্বর সকাল ১১টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে চট্টগ্রাম বন্দর মেরিন কন্ট্রাক্টার পাহারাদার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। মেরিন কন্ট্রাক্টার পাহারাদার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ উচ্চ আদালতের ২০০৯ সালে মহামান্য হাইকোর্ট সমিতির পক্ষে রায় প্রদান করেন। মামলার রায় সম্পর্কে মেয়রকে লিখিত আকারে সমিতির নেতৃবৃন্দরা অবহিত করেন। তার উত্তরে মাননীয় মেয়র সমিতির নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, বন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ আদালতের রায়ের প্রতি সম্মান দেখিয়ে এবং সমিতির সদস্যদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিশ্চয় দাবি মেনে নেবেন বলে আশা প্রকাশ করেন। অচিরেই তিনি বন্দর কর্তৃপক্ষের সামনে এ বিষয়ে আলোচনা করবেন বলে আশ্বস্ত করেন নেতৃবৃন্দকে। তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দর আওয়ামী স্বৈরাচারীর দোসররা স্মার্গ্লিং-এর নিরাপদ স্থান বলে ব্যবহার করেছে। বর্তমানে আমরা তা কখনো হতে দেবো না। দেশের উন্নয়নের স্বার্থে বন্দরের উন্নয়ন করা অনস্বীকার্য। কারণ এটি একে অপরের পরিপূরক। আন্তর্জাতিক বন্দর হিসেবে সমিতির সকল সদস্যদের উপযুক্ত ও ন্যায্য পাওনাসহ মজুরির ক্ষেত্রে আন্তর্জাতিক মানদন্ড হওয়া উচিত।
এ সময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ মনির হোসেন, মো: কামরুল হাসান, নজরুল ইসলাম চৌধুরী, মো: গিয়াস উদ্দিন, মোঃ মজিদ, মোঃ ফারুক হোসেন, মোহাম্মদ আজম, মোহাম্মদ ইয়াসিন, প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ কল্যাণ সমিতির পক্ষ থেকে মাননীয় মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button