ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

হাসিনা সরকার জনগণকে ভোটের সুযোগ না দিয়ে ক্ষমতায় এসেছে: শামীম সাঈদী


প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হাসিনা সরকার জনগণকে ভোটের সুযোগ না দিয়ে ক্ষমতায় এসেছে: শামীম সাঈদী
ছবি: সংগৃহীত

পিরোজপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শামীম সাঈদী অভিযোগ করে বলেছেন, আগের সরকার জনগণের ন্যায্য ভোটাধিকার নিশ্চিত না করে ভোট কিনে ক্ষমতায় এসেছে। তার দাবি, ওই পদ্ধতিতে আবার নির্বাচন হলে কানাডা, দুবাই, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে আরও ‘বেগম পাড়া’ তৈরি হবে।

শুক্রবার নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সুটিয়াকাঠী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম সাঈদী বলেন, সব ধর্মের মানুষ একাত্তরে যে স্বপ্ন দেখেছিল, সেই সোনার বাংলাদেশ গড়তে চাই। এবার আমাদের লক্ষ্য দুর্নীতিমুক্ত ও বেকারত্বমুক্ত বাংলাদেশ।

হিন্দু ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের আন্দোলনে হিন্দু-মুসলমান উভয়ই প্রাণ দিয়েছেন।

তিনি আরও বলেন, ‘সংখ্যালঘু’ শব্দ দিয়ে কাউকে আলাদা করে রাখতে চাই না। মসজিদ যেমন পাহারার প্রয়োজন হয় না, তেমনি মন্দিরও হবে নিরাপদ—সবার জন্য উন্মুক্ত।

এ সময় তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে নিহত বিশ্বজিৎকে স্মরণ করেন।

দুর্নীতি প্রসঙ্গে তিনি দাবি করেন, জামায়াতের কোনো এমপি-মন্ত্রীর বিরুদ্ধে কখনো দুর্নীতির অভিযোগ ছিল না।

তিনি আরও বলেন, কেউ যদি তিন–চার কোটি টাকা খরচ করে নির্বাচনে আসে, তাহলে সে জনগণের উন্নয়ন করবে না। ভোট যদি কিনেই নেয়, উন্নয়ন কেন করবে? অনেক সময় খুব কম টাকা দিয়েই ভোট কিনে নেওয়া হয়।

সমাবেশে জামায়াত নেতা মাসুদ সাঈদী ভোটারদের উদ্দেশে বলেন, যারা দাঁড়িপাল্লার বিজয় দেখতে চান, তারা বসে থাকবেন না। পরিবার-স্বজনদের সঙ্গে নিয়ে সবাইকে ভোট দিতে উৎসাহ দিন।

 

ধ্রুবকন্ঠ/এনএম

বিষয় : হাসিনা সরকার ক্ষমতা শামীম সাঈদী জামায়াত

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


হাসিনা সরকার জনগণকে ভোটের সুযোগ না দিয়ে ক্ষমতায় এসেছে: শামীম সাঈদী

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৫

featured Image

পিরোজপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শামীম সাঈদী অভিযোগ করে বলেছেন, আগের সরকার জনগণের ন্যায্য ভোটাধিকার নিশ্চিত না করে ভোট কিনে ক্ষমতায় এসেছে। তার দাবি, ওই পদ্ধতিতে আবার নির্বাচন হলে কানাডা, দুবাই, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে আরও ‘বেগম পাড়া’ তৈরি হবে।

শুক্রবার নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সুটিয়াকাঠী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম সাঈদী বলেন, সব ধর্মের মানুষ একাত্তরে যে স্বপ্ন দেখেছিল, সেই সোনার বাংলাদেশ গড়তে চাই। এবার আমাদের লক্ষ্য দুর্নীতিমুক্ত ও বেকারত্বমুক্ত বাংলাদেশ।

হিন্দু ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের আন্দোলনে হিন্দু-মুসলমান উভয়ই প্রাণ দিয়েছেন।

তিনি আরও বলেন, ‘সংখ্যালঘু’ শব্দ দিয়ে কাউকে আলাদা করে রাখতে চাই না। মসজিদ যেমন পাহারার প্রয়োজন হয় না, তেমনি মন্দিরও হবে নিরাপদ—সবার জন্য উন্মুক্ত।

এ সময় তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে নিহত বিশ্বজিৎকে স্মরণ করেন।

দুর্নীতি প্রসঙ্গে তিনি দাবি করেন, জামায়াতের কোনো এমপি-মন্ত্রীর বিরুদ্ধে কখনো দুর্নীতির অভিযোগ ছিল না।

তিনি আরও বলেন, কেউ যদি তিন–চার কোটি টাকা খরচ করে নির্বাচনে আসে, তাহলে সে জনগণের উন্নয়ন করবে না। ভোট যদি কিনেই নেয়, উন্নয়ন কেন করবে? অনেক সময় খুব কম টাকা দিয়েই ভোট কিনে নেওয়া হয়।

সমাবেশে জামায়াত নেতা মাসুদ সাঈদী ভোটারদের উদ্দেশে বলেন, যারা দাঁড়িপাল্লার বিজয় দেখতে চান, তারা বসে থাকবেন না। পরিবার-স্বজনদের সঙ্গে নিয়ে সবাইকে ভোট দিতে উৎসাহ দিন।

 

ধ্রুবকন্ঠ/এনএম


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত