ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শিক্ষার চেয়ে বড় পৃথিবীতে আর কিছু নেই : শামা ওবায়েদ



শিক্ষার চেয়ে বড় পৃথিবীতে আর কিছু নেই : শামা ওবায়েদ
ছবি: সংগৃহীত

শিক্ষার চেয়ে বড় পৃথিবীতে আর কিছু নেই। আমরা যারা শিক্ষাজীবন পার করে এসেছি, তারাও কিন্তু এখন নতুন কিছু শেখার চেষ্টা করছি। সুতরাং শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা-নগরকান্দা ও ভাঙ্গার আলগী এবং হামিরদী ইউনিয়নের ২০২৫ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপস্থিত কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্য শামা ওবায়েদ বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ। তোমাদের কে আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে এগোতে হবে। ভালোভাবে লেখাপড়া করে মানবিক ও কৃতজ্ঞ মানুষ হতে হবে এবং বাংলাদেশের মাটি ও মানুষের জন্য কাজ করতে হবে। আমরা প্রতিবছর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া ব্যবস্থা করবো।

নগরকান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল ইসলাম লিখনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নবকাম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া, তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান চৌধুরী মুন্নু, নগরকান্দা পৌর ছাত্রদলের আহ্বায়ক সুজন, নগরকান্দা কলেজ ছাত্রদলের সভাপতি আলী আকবর শরীফ আরমান, অভিভাবিকা রুকসানা খানম, কৃতি শিক্ষার্থী কামনা প্রমুখ। 

স্থানীয় ছাত্রদল আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ৫২ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মননা স্মারক ক্রেস্ট  তুলে দেন প্রধান অতিথি শামা ওবায়েদ।

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : শামা ওবায়েদ শিক্ষার চেয়ে বড় পৃথিবীতে আর কিছু নেই

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


শিক্ষার চেয়ে বড় পৃথিবীতে আর কিছু নেই : শামা ওবায়েদ

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৫

featured Image

শিক্ষার চেয়ে বড় পৃথিবীতে আর কিছু নেই। আমরা যারা শিক্ষাজীবন পার করে এসেছি, তারাও কিন্তু এখন নতুন কিছু শেখার চেষ্টা করছি। সুতরাং শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা-নগরকান্দা ও ভাঙ্গার আলগী এবং হামিরদী ইউনিয়নের ২০২৫ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপস্থিত কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্য শামা ওবায়েদ বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ। তোমাদের কে আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে এগোতে হবে। ভালোভাবে লেখাপড়া করে মানবিক ও কৃতজ্ঞ মানুষ হতে হবে এবং বাংলাদেশের মাটি ও মানুষের জন্য কাজ করতে হবে। আমরা প্রতিবছর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া ব্যবস্থা করবো।

নগরকান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল ইসলাম লিখনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নবকাম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া, তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান চৌধুরী মুন্নু, নগরকান্দা পৌর ছাত্রদলের আহ্বায়ক সুজন, নগরকান্দা কলেজ ছাত্রদলের সভাপতি আলী আকবর শরীফ আরমান, অভিভাবিকা রুকসানা খানম, কৃতি শিক্ষার্থী কামনা প্রমুখ। 

স্থানীয় ছাত্রদল আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ৫২ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মননা স্মারক ক্রেস্ট  তুলে দেন প্রধান অতিথি শামা ওবায়েদ।

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত