ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রামদা ঠেকিয়ে নারীকে জিম্মি করে ডাকাতি



রামদা ঠেকিয়ে নারীকে জিম্মি করে ডাকাতি
ছবি: সংগৃহীত

বরগুনার বেতাগীতে রামদার মুখে এক নারীকে জিম্মি করে নগদ টাকা প্রায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাতরা। বেতাগী সদর ইউনিয়নের দক্ষিণ ভোলানাথপুর গ্রামের প্রবাসী মো. বাবুল সিকদারের বাড়িতে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. বাবুল সিকদারের স্ত্রী সালমা বেগম জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাওয়ার জন্য দরজা খুলতেই মুখে মাস্ক পরা এক ব্যক্তি রামদা হাতে সামনে দাঁড়িয়ে থাকতে দেখেন। তিনি আতঙ্কিত হয়ে দরজা বন্ধ করার চেষ্টা করলে আরো - জন ডাকাত ঘরে প্রবেশ করে।

পরে তার গলায় রামদা ধরে জিম্মি করে আলমারি ভেঙে স্বর্ণালংকার লুট করে নেয়। ডাকাতরা ঘর থেকে নগদ ৪০ হাজার টাকা এবং স্বর্ণের চেইন দুইটি, হাতের চুড়ি জোড়া, সোনার আংটি দুইটিসহ প্রায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে যায়। 

সালমা বেগম আরো বলেন, গতকাল বৃহস্পতিবার বেতাগী ব্যাংক থেকে ৪০ হাজার টাকা উত্তোলন করে বাড়িতে এনেছিলেন, সেটিও ডাকাতরা নিয়ে যায়।

ডাকাত দল চলে যাওয়ার পর তিনি পাশের বাড়ির লোকজনকে ডাকাডাকি করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে।

সময় ডাকাতরা পালিয়ে যায়। পরে বেতাগী থানা পুলিশকে জানানো হলে শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করলে সাড়া পাওয়া যায়নি।

তিনি ছুটিতে রয়েছেন বলে জানা গেছে। 

বরগুনা জেলা পুলিশ সুপার মো. কুদরত- খুদা বলেন, এই বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে বেতাগী থানা পুলিশ পরিদর্শন করেছে। এখন পর্যন্ত বেতাগী থানায় মামলা করতে কেউ আসেনি। মামলা করতে চাইলে পুলিশ থানায় মামলা নেবে এবং তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

 

এমএইছ / ধ্রুবকন্ঠ

বিষয় : বরগুনা ডাকাতি

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


রামদা ঠেকিয়ে নারীকে জিম্মি করে ডাকাতি

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

featured Image

বরগুনার বেতাগীতে রামদার মুখে এক নারীকে জিম্মি করে নগদ টাকা প্রায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাতরা। বেতাগী সদর ইউনিয়নের দক্ষিণ ভোলানাথপুর গ্রামের প্রবাসী মো. বাবুল সিকদারের বাড়িতে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. বাবুল সিকদারের স্ত্রী সালমা বেগম জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাওয়ার জন্য দরজা খুলতেই মুখে মাস্ক পরা এক ব্যক্তি রামদা হাতে সামনে দাঁড়িয়ে থাকতে দেখেন। তিনি আতঙ্কিত হয়ে দরজা বন্ধ করার চেষ্টা করলে আরো - জন ডাকাত ঘরে প্রবেশ করে।

পরে তার গলায় রামদা ধরে জিম্মি করে আলমারি ভেঙে স্বর্ণালংকার লুট করে নেয়। ডাকাতরা ঘর থেকে নগদ ৪০ হাজার টাকা এবং স্বর্ণের চেইন দুইটি, হাতের চুড়ি জোড়া, সোনার আংটি দুইটিসহ প্রায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে যায়। 

সালমা বেগম আরো বলেন, গতকাল বৃহস্পতিবার বেতাগী ব্যাংক থেকে ৪০ হাজার টাকা উত্তোলন করে বাড়িতে এনেছিলেন, সেটিও ডাকাতরা নিয়ে যায়।

ডাকাত দল চলে যাওয়ার পর তিনি পাশের বাড়ির লোকজনকে ডাকাডাকি করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে।

সময় ডাকাতরা পালিয়ে যায়। পরে বেতাগী থানা পুলিশকে জানানো হলে শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করলে সাড়া পাওয়া যায়নি।

তিনি ছুটিতে রয়েছেন বলে জানা গেছে। 

বরগুনা জেলা পুলিশ সুপার মো. কুদরত- খুদা বলেন, এই বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে বেতাগী থানা পুলিশ পরিদর্শন করেছে। এখন পর্যন্ত বেতাগী থানায় মামলা করতে কেউ আসেনি। মামলা করতে চাইলে পুলিশ থানায় মামলা নেবে এবং তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

 

এমএইছ / ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত