ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রাতের আঁধারে চার মাজারে হামলা



রাতের আঁধারে চার মাজারে হামলা
ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে সত্যপীরের মাজারসহ চারটি মাজারে হামলা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে পৌর শহরের বিজিবি ক্যাম্পসংলগ্ন গোরস্থান এলাকায় অবস্থিত মাজারগুলোতে হামলার ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতের কোনো এক সময় মাজারগুলোতে হামলার  ঘটনা ঘটে। ভোরে পাশের মসজিদে নামাজ আদায় করতে যাওয়ার পথে মাজারগুলো ভাঙচুর করা অবস্থায় দেখতে পান তারা। পরে খবর স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়।

স্থানীয়রা আরো জানায়, দীর্ঘদিনের পুরনো মাজারগুলোতে অনেকেই আসেন এবং এর আগে ধরনের ঘটনা কখনো ঘটেনি। ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এদিকে মাজারে হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে। 

 


এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : রংপুর হামলায় ঠাকুরগাঁও

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


রাতের আঁধারে চার মাজারে হামলা

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

featured Image

ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে সত্যপীরের মাজারসহ চারটি মাজারে হামলা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে পৌর শহরের বিজিবি ক্যাম্পসংলগ্ন গোরস্থান এলাকায় অবস্থিত মাজারগুলোতে হামলার ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতের কোনো এক সময় মাজারগুলোতে হামলার  ঘটনা ঘটে। ভোরে পাশের মসজিদে নামাজ আদায় করতে যাওয়ার পথে মাজারগুলো ভাঙচুর করা অবস্থায় দেখতে পান তারা। পরে খবর স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়।

স্থানীয়রা আরো জানায়, দীর্ঘদিনের পুরনো মাজারগুলোতে অনেকেই আসেন এবং এর আগে ধরনের ঘটনা কখনো ঘটেনি। ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এদিকে মাজারে হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে। 

 


এমএইছ/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত