ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রাজশাহীর শিশু সাজিদের ‘মৃত্যুকূপ’ দেখতে মানুষের ভিড়



রাজশাহীর শিশু সাজিদের ‘মৃত্যুকূপ’ দেখতে মানুষের ভিড়
ছবি : সংগৃহীত

রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে প্রাণ হারানো শিশু সাজিদের ‘মৃত্যুকূপ’ দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে রাজশাহীসহ চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ ও জয়পুরহাট ছাড়াও বিভিন্ন এলাকা থেকে লোকজন ঘটনাস্থল দেখতে আসছেন। তারা এসে সাজিদ যে গর্তে পড়ে গিয়েছিল সেটি ঘুরে দেখছেন।

৭০ বছর বয়সি বৃদ্ধ ইসরাইল এসেছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাণীহাটি এলাকা থেকে। তিনি বলেন- ফেসবুক, পেপার ও বিভিন্ন অনলাইনে ছাড়াও লোক মাধ্যমে ঘটনাটি জানার পর আর নিজেকে ধরে রাখতে পারিনি। ঘটনাস্থলে এসে ছেলেটিকে দেখতে পাইনি। তাই ছেলেটি যেখানে পড়ে মারা গেছে সেটি দেখলাম। ঘটনাটি হৃদয় বিদারক। আমরা রাণীহাটি থেকে ছয়জন এসেছি শুধুই নিজের মনকে একটু বুঝ দিতে।

এছাড়াও নওগাঁর নিয়ামতপুর থেকে আসা শহিদুল ইসলাম বলেন, আমি স্ত্রী-সন্তান নিয়ে ভোরে রওনা দিয়েছি।

মেহেরপুরের মুজিবনগর থেকে আসা যুবক সাকিবুল হাসান বলেন, আমার মা-বাবাকে নিয়ে এসেছি দেখতে। মর্মান্তিক এ ঘটনায় পুরো দেশে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। তাই নিজেকে আর ধরে রাখতে পারিনি। এজন্য পুরো পরিবার নিয়ে এসেছি সরাসরি দেখতে। দেখে একটু প্রশান্তি পাচ্ছি। সেই সঙ্গে ছোট্ট এ শিশুটির জন্য কষ্ট হচ্ছে। আল্লাহ যেন এ শিশুটির জন্য তার বাবা-মা ও আমাদের সবাইকে মাফ করে দেন।

এর আগে উপজেলার কোয়েলহাট গ্রামে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ ছিল দুই বছরের সাজিদ। টানা ৩৩ ঘণ্টা পর ৫০ ফুট গভীর থেকে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার পর শিশুটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর তানোর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চিকিৎসক শিশু সাজিদকে মৃত ঘোষণা করে।

 

 

এম এইছ / ধ্রুবকন্ঠ

 

বিষয় : রাজশাহী শিশু সাজিদ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫


রাজশাহীর শিশু সাজিদের ‘মৃত্যুকূপ’ দেখতে মানুষের ভিড়

প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২৫

featured Image

রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে প্রাণ হারানো শিশু সাজিদের ‘মৃত্যুকূপ’ দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে রাজশাহীসহ চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ ও জয়পুরহাট ছাড়াও বিভিন্ন এলাকা থেকে লোকজন ঘটনাস্থল দেখতে আসছেন। তারা এসে সাজিদ যে গর্তে পড়ে গিয়েছিল সেটি ঘুরে দেখছেন।

৭০ বছর বয়সি বৃদ্ধ ইসরাইল এসেছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাণীহাটি এলাকা থেকে। তিনি বলেন- ফেসবুক, পেপার ও বিভিন্ন অনলাইনে ছাড়াও লোক মাধ্যমে ঘটনাটি জানার পর আর নিজেকে ধরে রাখতে পারিনি। ঘটনাস্থলে এসে ছেলেটিকে দেখতে পাইনি। তাই ছেলেটি যেখানে পড়ে মারা গেছে সেটি দেখলাম। ঘটনাটি হৃদয় বিদারক। আমরা রাণীহাটি থেকে ছয়জন এসেছি শুধুই নিজের মনকে একটু বুঝ দিতে।

এছাড়াও নওগাঁর নিয়ামতপুর থেকে আসা শহিদুল ইসলাম বলেন, আমি স্ত্রী-সন্তান নিয়ে ভোরে রওনা দিয়েছি।

মেহেরপুরের মুজিবনগর থেকে আসা যুবক সাকিবুল হাসান বলেন, আমার মা-বাবাকে নিয়ে এসেছি দেখতে। মর্মান্তিক এ ঘটনায় পুরো দেশে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। তাই নিজেকে আর ধরে রাখতে পারিনি। এজন্য পুরো পরিবার নিয়ে এসেছি সরাসরি দেখতে। দেখে একটু প্রশান্তি পাচ্ছি। সেই সঙ্গে ছোট্ট এ শিশুটির জন্য কষ্ট হচ্ছে। আল্লাহ যেন এ শিশুটির জন্য তার বাবা-মা ও আমাদের সবাইকে মাফ করে দেন।

এর আগে উপজেলার কোয়েলহাট গ্রামে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ ছিল দুই বছরের সাজিদ। টানা ৩৩ ঘণ্টা পর ৫০ ফুট গভীর থেকে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার পর শিশুটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর তানোর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চিকিৎসক শিশু সাজিদকে মৃত ঘোষণা করে।

 

 

এম এইছ / ধ্রুবকন্ঠ

 


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত