ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নারীকে নির্যাতন, অভিযুক্ত গ্রেপ্তার



বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নারীকে নির্যাতন, অভিযুক্ত গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রংপুর নগরীতে ছিনতাইয়ের অভিযোগে এক নারীকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্তকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)

গতকাল সোমবার ( জানুয়ারি) বিকেলে কোতোয়ালি থানাধীন ধাপ এলাকার সেন্ট্রাল হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. মোখলেছার রহমান (৪৮) তিনি রংপুর মহানগরীর হাজীরহাট থানাধীন উত্তম বানিয়াপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ঘটনার সময় স্থান বিশ্লেষণ, ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে তাকে শনাক্ত করা হয়।

 

এর আগে গত রবিবার ( জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর মেডিক্যাল মোড় এলাকায় ছিনতাইয়ের অভিযোগে এক নারীকে বৈদ্যুতিক পিলারের সঙ্গে বেঁধে স্থানীয় কয়েকজন ব্যক্তি বেধড়ক মারধর করেন। এতে ওই নারী গুরুতর আহত হন। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরপরই পুলিশ তৎপর হয়ে তদন্ত শুরু করে এবং অভিযানের মাধ্যমে অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আটক অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। কোনো অপরাধ সংঘটিত হলে তা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে অবহিত করতে হবে। গণপিটুনি বা প্রকাশ্যে নির্যাতন আইনত দণ্ডনীয় অপরাধ।

পুলিশ আরও জানায়, অপরাধ দমন জননিরাপত্তা নিশ্চিত করতে রংপুর মেট্রোপলিটন পুলিশ সর্বদা তৎপর রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অপরাধমূলক ঘটনার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : গ্রেপ্তার খুঁটি বৈদ্যুতিক

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নারীকে নির্যাতন, অভিযুক্ত গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

রংপুর নগরীতে ছিনতাইয়ের অভিযোগে এক নারীকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্তকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)

গতকাল সোমবার ( জানুয়ারি) বিকেলে কোতোয়ালি থানাধীন ধাপ এলাকার সেন্ট্রাল হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. মোখলেছার রহমান (৪৮) তিনি রংপুর মহানগরীর হাজীরহাট থানাধীন উত্তম বানিয়াপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ঘটনার সময় স্থান বিশ্লেষণ, ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে তাকে শনাক্ত করা হয়।

 

এর আগে গত রবিবার ( জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর মেডিক্যাল মোড় এলাকায় ছিনতাইয়ের অভিযোগে এক নারীকে বৈদ্যুতিক পিলারের সঙ্গে বেঁধে স্থানীয় কয়েকজন ব্যক্তি বেধড়ক মারধর করেন। এতে ওই নারী গুরুতর আহত হন। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরপরই পুলিশ তৎপর হয়ে তদন্ত শুরু করে এবং অভিযানের মাধ্যমে অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আটক অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। কোনো অপরাধ সংঘটিত হলে তা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে অবহিত করতে হবে। গণপিটুনি বা প্রকাশ্যে নির্যাতন আইনত দণ্ডনীয় অপরাধ।

পুলিশ আরও জানায়, অপরাধ দমন জননিরাপত্তা নিশ্চিত করতে রংপুর মেট্রোপলিটন পুলিশ সর্বদা তৎপর রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অপরাধমূলক ঘটনার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত