সাতক্ষীরা
সদরের ভোমরা ইউনিয়নে বিষ খাইয়ে ১০৮টি কবুতর হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার
(১ ডিসেম্বর) পদ্মশাখরা গ্রামের এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় এজাহার দাখিল করেছেন
কবুতর মালিক। অভিযুক্ত ইসমাইল গাজী (৩২) পদ্মশাখরা গ্রামের মশিয়ার গাজীর ছেলে।
কবুতরের মালিক একই গ্রামের রায়হান কবির।
কবুতর
মালিক জানান, আমার কবুতরের খামার রয়েছে। সেখানে বিভিন্ন প্রজাতির তিনশো কবুতর ছিল।
প্রতিবেশী ইসমাইল গাজীর সরিষা ক্ষেতে কবুতর গিয়ে বসে মাঝেমধ্যে। এছাড়া আশপাশের
মাঠে গিয়েও বসে। সরিষা ক্ষেতে ইসমাইল গাজী বিষ দিয়েছে কিন্তু আমাদের জানায়নি।
কবুতর দল বেঁধে সরিষা ক্ষেতে যাওয়ার পর বিষমিশ্রিত খাবার খায়। খামারে ফিরে এবং
সরিষা ক্ষেতে ১০৮টি কবুতর ছটফট করে মারা যায়। প্রতিহিংসার কারণে ও সরিষা ক্ষেতে
কবুতর বসার কারণে এ কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ তার।
অভিযুক্ত
সরিষা ক্ষেত মালিক ইসমাইল গাজীর ফোন নম্বরে যোগাযোগ করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, অভিযোগ
পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সরিষা ক্ষেতে বিষ দিয়েছে সেখানে কবুতর
গিয়ে মারা গেছে। এটি পরিকল্পিত না অনিচ্ছাকৃত ঘটনা সেটা তদন্ত করা হচ্ছে। তদন্ত
শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে জানান তিনি।
এমএইছ/ধ্রুবকন্ঠ
.png)
শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫
সাতক্ষীরা
সদরের ভোমরা ইউনিয়নে বিষ খাইয়ে ১০৮টি কবুতর হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার
(১ ডিসেম্বর) পদ্মশাখরা গ্রামের এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় এজাহার দাখিল করেছেন
কবুতর মালিক। অভিযুক্ত ইসমাইল গাজী (৩২) পদ্মশাখরা গ্রামের মশিয়ার গাজীর ছেলে।
কবুতরের মালিক একই গ্রামের রায়হান কবির।
কবুতর
মালিক জানান, আমার কবুতরের খামার রয়েছে। সেখানে বিভিন্ন প্রজাতির তিনশো কবুতর ছিল।
প্রতিবেশী ইসমাইল গাজীর সরিষা ক্ষেতে কবুতর গিয়ে বসে মাঝেমধ্যে। এছাড়া আশপাশের
মাঠে গিয়েও বসে। সরিষা ক্ষেতে ইসমাইল গাজী বিষ দিয়েছে কিন্তু আমাদের জানায়নি।
কবুতর দল বেঁধে সরিষা ক্ষেতে যাওয়ার পর বিষমিশ্রিত খাবার খায়। খামারে ফিরে এবং
সরিষা ক্ষেতে ১০৮টি কবুতর ছটফট করে মারা যায়। প্রতিহিংসার কারণে ও সরিষা ক্ষেতে
কবুতর বসার কারণে এ কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ তার।
অভিযুক্ত
সরিষা ক্ষেত মালিক ইসমাইল গাজীর ফোন নম্বরে যোগাযোগ করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, অভিযোগ
পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সরিষা ক্ষেতে বিষ দিয়েছে সেখানে কবুতর
গিয়ে মারা গেছে। এটি পরিকল্পিত না অনিচ্ছাকৃত ঘটনা সেটা তদন্ত করা হচ্ছে। তদন্ত
শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে জানান তিনি।
এমএইছ/ধ্রুবকন্ঠ
.png)
আপনার মতামত লিখুন