ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা



বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা
ছবি : সংগৃহীত

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অবমাননার অভিযোগে ঢাকায় আলোচিত বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা মামলাটি গ্রহণ করে রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। 

এর আগে গত ৩০ নভেম্বর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোট্রমা সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. মাহফুজুর রহমান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে মামলা করেন। সংশ্লিষ্ট আদালতের বিচারক ছুটিতে থাকায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) জুয়েল রানার আদালতে শুনানি হয়।

বাদীর জবানবন্দি রেকর্ড করেন। একইসঙ্গে আদেশের জন্য সোমবার দিন ধার্য করেন। মামলার অভিযোগসূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় একটি পালাগানের আসরে সংগীত পরিবেশন করেন আবুল সরকার। সেই পরিবেশনার কিছু অংশের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

যেখানে তিনি মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অশালীন কটূক্তি করেন।‌ এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আরেক ভিডিওতে দেখা যায়, তিনি পবিত্র কোরআনের সুরা নাসকে‌ বিকৃত করে উপস্থাপন করেন।‌ 

অভিযোগে আরো বলা হয়, আসামি আবুল সরকার ‘ইসলাম ধর্মের বিশ্বাসের অবমাননা করে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে কটূক্তি করে অবমাননামূলক অট্টহাসি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার উদ্দেশ্যে উসকানি দেওয়ার অপরাধ করেছেন। ওই ঘটনায় দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯৫ এবং ২৯৫ (ক) ধারায় মামলাটি করা হয়।

 

এমএইছ/ধ্রুবকন্ঠ

 

 

 

 

বিষয় : ইসলাম বাউলশিল্পী আবুল সরকারে রমনা অবমাননা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫


বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা

প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫

featured Image

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অবমাননার অভিযোগে ঢাকায় আলোচিত বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা মামলাটি গ্রহণ করে রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। 

এর আগে গত ৩০ নভেম্বর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোট্রমা সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. মাহফুজুর রহমান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে মামলা করেন। সংশ্লিষ্ট আদালতের বিচারক ছুটিতে থাকায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) জুয়েল রানার আদালতে শুনানি হয়।

বাদীর জবানবন্দি রেকর্ড করেন। একইসঙ্গে আদেশের জন্য সোমবার দিন ধার্য করেন। মামলার অভিযোগসূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় একটি পালাগানের আসরে সংগীত পরিবেশন করেন আবুল সরকার। সেই পরিবেশনার কিছু অংশের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

যেখানে তিনি মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অশালীন কটূক্তি করেন।‌ এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আরেক ভিডিওতে দেখা যায়, তিনি পবিত্র কোরআনের সুরা নাসকে‌ বিকৃত করে উপস্থাপন করেন।‌ 

অভিযোগে আরো বলা হয়, আসামি আবুল সরকার ‘ইসলাম ধর্মের বিশ্বাসের অবমাননা করে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে কটূক্তি করে অবমাননামূলক অট্টহাসি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার উদ্দেশ্যে উসকানি দেওয়ার অপরাধ করেছেন। ওই ঘটনায় দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯৫ এবং ২৯৫ (ক) ধারায় মামলাটি করা হয়।

 

এমএইছ/ধ্রুবকন্ঠ

 

 

 

 


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত