গাজীপুরে
বন মামলায় প্রক্সি হাজিরা দিতে গিয়ে সাইফুল ইসলাম (৩১) নামের এক যুবক আটক হয়েছেন।
তিনি কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মোথাজুড়ী তালচালা গ্রামের মো. রহিম
বাদশার ছেলে।
গাজীপুর
বন আদালতের সহকারী বন মামলা পরিচালক নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি
জানান, রবিবার (৭ ডিসেম্বর) গাজীপুরে বন আদালতে একটি মামলায় প্রধান আসামির প্রক্সি
দিতে গিয়ে আটক হন তিনি।
ওই
মামলার প্রকৃত আসামি ছিলেন একই গ্রামের মো. আফজাল উদ্দিনের ছেলে সাত্তার মিয়া
(৪৫)।
সহকারী
বন মামলা পরিচালক নূর মোহাম্মদ জানান, কালিয়াকৈরের কাচিঘাটা রেঞ্জের সদর বিটে চলতি
বছর সাত্তার মিয়ার নামে বন আইনে মামলা হয়। মামলার ধার্য তারিখে আইনজীবী শ্যামল ১৫
হাজার টাকা চুক্তিতে জামিনের কথা বলে সাইফুলকে ছাত্তার পরিচয়ে আদালতে হাজির করেন।
বিষয়টি ধরা পড়লে আসামির আইনজীবী আদালত চলাকালে
অনুপস্থিত থাকেন। পরে সাইফুলকে কারাগারে পাঠানোর
নির্দেশ দেন বিচারক।
এ ব্যাপারে জানতে আসামিপক্ষের আইনজীবী শ্যামলের সঙ্গে যোগাযোগ করার
চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
.png)
শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫
গাজীপুরে
বন মামলায় প্রক্সি হাজিরা দিতে গিয়ে সাইফুল ইসলাম (৩১) নামের এক যুবক আটক হয়েছেন।
তিনি কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মোথাজুড়ী তালচালা গ্রামের মো. রহিম
বাদশার ছেলে।
গাজীপুর
বন আদালতের সহকারী বন মামলা পরিচালক নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি
জানান, রবিবার (৭ ডিসেম্বর) গাজীপুরে বন আদালতে একটি মামলায় প্রধান আসামির প্রক্সি
দিতে গিয়ে আটক হন তিনি।
ওই
মামলার প্রকৃত আসামি ছিলেন একই গ্রামের মো. আফজাল উদ্দিনের ছেলে সাত্তার মিয়া
(৪৫)।
সহকারী
বন মামলা পরিচালক নূর মোহাম্মদ জানান, কালিয়াকৈরের কাচিঘাটা রেঞ্জের সদর বিটে চলতি
বছর সাত্তার মিয়ার নামে বন আইনে মামলা হয়। মামলার ধার্য তারিখে আইনজীবী শ্যামল ১৫
হাজার টাকা চুক্তিতে জামিনের কথা বলে সাইফুলকে ছাত্তার পরিচয়ে আদালতে হাজির করেন।
বিষয়টি ধরা পড়লে আসামির আইনজীবী আদালত চলাকালে
অনুপস্থিত থাকেন। পরে সাইফুলকে কারাগারে পাঠানোর
নির্দেশ দেন বিচারক।
এ ব্যাপারে জানতে আসামিপক্ষের আইনজীবী শ্যামলের সঙ্গে যোগাযোগ করার
চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
.png)
আপনার মতামত লিখুন