ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

পবানায় এক রুশ নাগরিকের লাশ উদ্ধার



পবানায় এক রুশ নাগরিকের লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গ্রিন সিটির আবাসিক ভবন থেকে এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক করার কারণে তার মৃত্যু হতে পারে।

আজ রোববার সকালে গ্রিন সিটির আবাসিক-৮ নম্বর ভবনের তৃতীয় তলার থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম রাইবাকভ মাকসিম (৩০) তিনি এটমটেক এনার্গো কোম্পানির কর্মী ছিলেন। পলিশ জানায়, কক্সবাজারে ছুটি কাটিয়ে রোববার সকালে নিজ কক্ষে ফিরে রাইবাকভ মাকসিমকে মেঝেতে পড়ে থাকতে দেখেন তার রুমমেট ফ্রোলিওভ। পরে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেন তিনি।

খবর পেয়ে কোম্পানির সিকিউরিটি টিম, রাশিয়ান চিকিৎসক এবং ঈশ্বরদী থানা-পুলিশ ঘটনাস্থলে আসেন। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, ‌রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কোম্পানিকে মরদেহ হস্তান্তর করা হয়।

ওই কোম্পানি দূতাবাসের মাধ্যমে মরদেহ রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

 

এমএইছ /ধ্রুবকন্ঠ

 

 

বিষয় : সারাদেশ পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


পবানায় এক রুশ নাগরিকের লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

featured Image

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গ্রিন সিটির আবাসিক ভবন থেকে এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক করার কারণে তার মৃত্যু হতে পারে।

আজ রোববার সকালে গ্রিন সিটির আবাসিক-৮ নম্বর ভবনের তৃতীয় তলার থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম রাইবাকভ মাকসিম (৩০) তিনি এটমটেক এনার্গো কোম্পানির কর্মী ছিলেন। পলিশ জানায়, কক্সবাজারে ছুটি কাটিয়ে রোববার সকালে নিজ কক্ষে ফিরে রাইবাকভ মাকসিমকে মেঝেতে পড়ে থাকতে দেখেন তার রুমমেট ফ্রোলিওভ। পরে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেন তিনি।

খবর পেয়ে কোম্পানির সিকিউরিটি টিম, রাশিয়ান চিকিৎসক এবং ঈশ্বরদী থানা-পুলিশ ঘটনাস্থলে আসেন। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, ‌রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কোম্পানিকে মরদেহ হস্তান্তর করা হয়।

ওই কোম্পানি দূতাবাসের মাধ্যমে মরদেহ রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

 

এমএইছ /ধ্রুবকন্ঠ

 

 


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত