ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

দাম কমেছে পেঁয়াজের বাজারে স্বস্তির হাওয়া



দাম কমেছে পেঁয়াজের বাজারে স্বস্তির হাওয়া
ছবি: সংগৃহীত

ভারত থেকে পেঁয়াজের আমদানি বাড়ায় দিনাজপুরের হিলি বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি প্রায় ৪০ টাকা কমেছে। কয়েক দিনের ব্যবধানে দাম কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে হিলি পেঁয়াজ বাজারে দেখা যায়, চার দিন আগে যে ভারতীয় পেঁয়াজ পাইকারি বাজারে ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, তা এখন বিক্রি হচ্ছে প্রকারভেদে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে।

খুচরা বাজারে একই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪৫ টাকা কেজি দরে। পাশাপাশি দেশি মুড়ি পেঁয়াজের দামও কমে বর্তমানে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা কয়েক দিন আগেও ছিল ৮০ থেকে ৯০ টাকা কেজি।

পেঁয়াজের দাম কমায় সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। বাজারে পেঁয়াজ কিনতে আসা লুৎফর রহমান গণমাধ্যমে বলেন, এক সপ্তাহ আগেও প্রায় ১০০ টাকায় পেঁয়াজ কিনতে হয়েছিল। আজ ৪০ টাকায় এক কেজি কিনেছি।

আরেক ক্রেতা রফিকুল ইসলাম বলেন, পেঁয়াজ নিত্যপ্রয়োজনীয় পণ্য। এর দাম কমলে আমাদের মতো সাধারণ মানুষের উপকার হয়। আজ বাজারে এসে কম দাম দেখে ভাল লাগছে।

হিলি বাজারের পেঁয়াজ পাইকারি ব্যবসায়ী শাহাবুল ইসলাম গণমাধ্যমে জানান, চলতি মাসের ৭ তারিখ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বর্তমানে আমদানি স্বাভাবিক ও পর্যাপ্ত থাকায় বাজারে সরবরাহ বেড়েছে, ফলে দাম কমেছে। 

তিনি বলেন, এখন প্রকারভেদে ভারতীয় পেঁয়াজ ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে পাইকারি বিক্রি হচ্ছে। আমদানি এভাবে চললে সামনে দাম আরও কমতে পারে।

এমএইছ /  ধ্রুব্কণ্ঠ

বিষয় : পেয়াজ আমদানি দাম কমলো

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


দাম কমেছে পেঁয়াজের বাজারে স্বস্তির হাওয়া

প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫

featured Image

ভারত থেকে পেঁয়াজের আমদানি বাড়ায় দিনাজপুরের হিলি বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি প্রায় ৪০ টাকা কমেছে। কয়েক দিনের ব্যবধানে দাম কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে হিলি পেঁয়াজ বাজারে দেখা যায়, চার দিন আগে যে ভারতীয় পেঁয়াজ পাইকারি বাজারে ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, তা এখন বিক্রি হচ্ছে প্রকারভেদে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে।

খুচরা বাজারে একই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪৫ টাকা কেজি দরে। পাশাপাশি দেশি মুড়ি পেঁয়াজের দামও কমে বর্তমানে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা কয়েক দিন আগেও ছিল ৮০ থেকে ৯০ টাকা কেজি।

পেঁয়াজের দাম কমায় সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। বাজারে পেঁয়াজ কিনতে আসা লুৎফর রহমান গণমাধ্যমে বলেন, এক সপ্তাহ আগেও প্রায় ১০০ টাকায় পেঁয়াজ কিনতে হয়েছিল। আজ ৪০ টাকায় এক কেজি কিনেছি।

আরেক ক্রেতা রফিকুল ইসলাম বলেন, পেঁয়াজ নিত্যপ্রয়োজনীয় পণ্য। এর দাম কমলে আমাদের মতো সাধারণ মানুষের উপকার হয়। আজ বাজারে এসে কম দাম দেখে ভাল লাগছে।

হিলি বাজারের পেঁয়াজ পাইকারি ব্যবসায়ী শাহাবুল ইসলাম গণমাধ্যমে জানান, চলতি মাসের ৭ তারিখ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বর্তমানে আমদানি স্বাভাবিক ও পর্যাপ্ত থাকায় বাজারে সরবরাহ বেড়েছে, ফলে দাম কমেছে। 

তিনি বলেন, এখন প্রকারভেদে ভারতীয় পেঁয়াজ ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে পাইকারি বিক্রি হচ্ছে। আমদানি এভাবে চললে সামনে দাম আরও কমতে পারে।

এমএইছ /  ধ্রুব্কণ্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত