ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

তীব্র শীতে উত্তরের মানুষের পাশে এসবিজি ও রংপুর রাইডার্স



তীব্র শীতে উত্তরের মানুষের পাশে এসবিজি ও রংপুর রাইডার্স
ছবি: সংগৃহীত

তীব্র শীতে জবুথবু হয়ে পড়েছে উত্তরের জনপদ। উত্তুরে হাওয়ায় গাইবান্ধার জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। এই তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন হতদরিদ্র মানুষ। গরম কাপড়ের অভাবে অনেকেই রাত কাটাচ্ছেন নির্ঘুম। এমন দুঃসময়ে গাইবান্ধার প্রায় চার হাজার শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি) রংপুর রাইডার্স।

আজ বুধবার ( জানুয়ারি) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের সাহেব আলি উচ্চ বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

কম্বল বিতরণ করেন রংপুর রাইডার্সের হেড অব অপারেশনস তাসভিরুল ইসলাম অভি।

সময় ক্রীড়া ব্যক্তিত্ব মহফিল হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক আমজাদ হোসেন, অধ্যাপক আজিজুল ইসলাম, বোয়ালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম সাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সরেজমিনে দেখা যায়, দুপুরের তীব্র শীত উপেক্ষা করে শত শত মানুষ একটি কম্বলের আশায় জড়ো হন। কম্বল হাতে পেয়ে অনেকের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি, চোখেমুখে প্রকাশ পায় কৃতজ্ঞতা।

কম্বল পেয়ে এক বৃদ্ধা আবেগাপ্লুত হয়ে বলেন, ‘অভাবের তাড়নায় দুই বেলা ঠিকমতো খেতে পারি না, শীতের কাপড় কিনব কী দিয়ে? শীতে খুব কষ্ট করে রাত কাটাচ্ছিলাম। আজ কম্বল পেয়ে এখন অনেকটা নিশ্চিন্ত।

শীতবস্ত্র বিতরণকালে তাসভিরুল ইসলাম অভি বলেন, ‘বসুন্ধরা গ্রুপ সবসময় মানবিক কর্মকাণ্ডে বিশ্বাসী। দেশ মানুষের কল্যাণে প্রতিষ্ঠানটি নিয়মিত কাজ করে যাচ্ছে। প্রতিবছরের মতো এবারও শীতার্ত মানুষের কষ্ট লাঘবে আমরা পাশে দাঁড়িয়েছি।

সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বসুন্ধরা গ্রুপের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলের দীর্ঘায়ু মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন।

 

এনএম /ধ্রুবকন্ঠ

বিষয় : তীব্র শীত রংপুর রাইডার্স এসবিজি

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


তীব্র শীতে উত্তরের মানুষের পাশে এসবিজি ও রংপুর রাইডার্স

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

featured Image

তীব্র শীতে জবুথবু হয়ে পড়েছে উত্তরের জনপদ। উত্তুরে হাওয়ায় গাইবান্ধার জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। এই তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন হতদরিদ্র মানুষ। গরম কাপড়ের অভাবে অনেকেই রাত কাটাচ্ছেন নির্ঘুম। এমন দুঃসময়ে গাইবান্ধার প্রায় চার হাজার শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি) রংপুর রাইডার্স।

আজ বুধবার ( জানুয়ারি) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের সাহেব আলি উচ্চ বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

কম্বল বিতরণ করেন রংপুর রাইডার্সের হেড অব অপারেশনস তাসভিরুল ইসলাম অভি।

সময় ক্রীড়া ব্যক্তিত্ব মহফিল হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক আমজাদ হোসেন, অধ্যাপক আজিজুল ইসলাম, বোয়ালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম সাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সরেজমিনে দেখা যায়, দুপুরের তীব্র শীত উপেক্ষা করে শত শত মানুষ একটি কম্বলের আশায় জড়ো হন। কম্বল হাতে পেয়ে অনেকের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি, চোখেমুখে প্রকাশ পায় কৃতজ্ঞতা।

কম্বল পেয়ে এক বৃদ্ধা আবেগাপ্লুত হয়ে বলেন, ‘অভাবের তাড়নায় দুই বেলা ঠিকমতো খেতে পারি না, শীতের কাপড় কিনব কী দিয়ে? শীতে খুব কষ্ট করে রাত কাটাচ্ছিলাম। আজ কম্বল পেয়ে এখন অনেকটা নিশ্চিন্ত।

শীতবস্ত্র বিতরণকালে তাসভিরুল ইসলাম অভি বলেন, ‘বসুন্ধরা গ্রুপ সবসময় মানবিক কর্মকাণ্ডে বিশ্বাসী। দেশ মানুষের কল্যাণে প্রতিষ্ঠানটি নিয়মিত কাজ করে যাচ্ছে। প্রতিবছরের মতো এবারও শীতার্ত মানুষের কষ্ট লাঘবে আমরা পাশে দাঁড়িয়েছি।

সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বসুন্ধরা গ্রুপের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলের দীর্ঘায়ু মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন।

 

এনএম /ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত