ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

তালিমে ডেকে ভোট চেয়ে প্রার্থীর স্ত্রীর ১০ হাজার জরিমানা



তালিমে ডেকে ভোট চেয়ে প্রার্থীর স্ত্রীর ১০ হাজার জরিমানা
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত সংসদ সদস্য প্রার্থী গোলাম মসীহকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সোনারগাঁও পৌরসভার আদমপুর মুন্সীরাইল এলাকায় প্রার্থীর নিজ বাসভবনে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।

স্থানীয়রা জানান, গোলাম মসীহর নিজ বাড়ি পোদ্দার বাড়িতে তার সহধর্মিণী মরিয়ম মসীহের নেতৃত্বে কয়েক নারীকে তালিমের নামে ডেকে এনে হাতপাখা প্রতীকে ভোট চাওয়ার প্রচারণা চালানো হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে উপস্থিত হয়ে কার্যক্রম পর্যবেক্ষণ করে।

বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত নারায়ণগঞ্জ- আসনের এমপি প্রার্থী গোলাম মসীহ দাবি করে বলেন, “তালিমের উদ্দেশ্যেই নারীরা তার বাড়িতে এসেছিলেন। কে বা কারা হাতপাখা প্রতীকের ভোট চেয়েছে, সে বিষয়ে আমি অবগত নই।

তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম জানান, তালিমের আড়ালে নির্দিষ্ট প্রতীকের পক্ষে ভোট চাওয়ার প্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন, “নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।“

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : জরিমানা তালিম

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


তালিমে ডেকে ভোট চেয়ে প্রার্থীর স্ত্রীর ১০ হাজার জরিমানা

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত সংসদ সদস্য প্রার্থী গোলাম মসীহকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সোনারগাঁও পৌরসভার আদমপুর মুন্সীরাইল এলাকায় প্রার্থীর নিজ বাসভবনে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।

স্থানীয়রা জানান, গোলাম মসীহর নিজ বাড়ি পোদ্দার বাড়িতে তার সহধর্মিণী মরিয়ম মসীহের নেতৃত্বে কয়েক নারীকে তালিমের নামে ডেকে এনে হাতপাখা প্রতীকে ভোট চাওয়ার প্রচারণা চালানো হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে উপস্থিত হয়ে কার্যক্রম পর্যবেক্ষণ করে।

বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত নারায়ণগঞ্জ- আসনের এমপি প্রার্থী গোলাম মসীহ দাবি করে বলেন, “তালিমের উদ্দেশ্যেই নারীরা তার বাড়িতে এসেছিলেন। কে বা কারা হাতপাখা প্রতীকের ভোট চেয়েছে, সে বিষয়ে আমি অবগত নই।

তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম জানান, তালিমের আড়ালে নির্দিষ্ট প্রতীকের পক্ষে ভোট চাওয়ার প্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন, “নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।“

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত