ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে সংঘর্ষ : আহত ১০ জন



ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে সংঘর্ষ : আহত ১০ জন
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকাচট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার (০৩ জানুয়ারি) দুপুরে মহাসড়কের পিরোজপুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদির জিলানী জানান, রাজধানীর সায়েদাবাদ থেকে চট্টগ্রামগামীতিসা পরিবহননামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রী এবং ট্রাকে থাকা দুই শ্রমিকসহ অন্তত ১০ জন আহত হন।

দুর্ঘটনার ফলে চট্টগ্রামগামী লেনে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশের সদস্যরা ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : সংঘর্ষ ঢাকা–চট্টগ্রাম

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে সংঘর্ষ : আহত ১০ জন

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকাচট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার (০৩ জানুয়ারি) দুপুরে মহাসড়কের পিরোজপুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদির জিলানী জানান, রাজধানীর সায়েদাবাদ থেকে চট্টগ্রামগামীতিসা পরিবহননামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রী এবং ট্রাকে থাকা দুই শ্রমিকসহ অন্তত ১০ জন আহত হন।

দুর্ঘটনার ফলে চট্টগ্রামগামী লেনে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশের সদস্যরা ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত