ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

জামালপুরে এক র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা



জামালপুরে এক র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চুরি করতে গিয়ে র‍্যাব সদস্যের স্ত্রী লিপি খাতুন (৩৫) নামের এক গৃহবধূকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরের দিকে উপজেলার শিমলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

লিপি খাতুন কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর এলাকার মহর উদ্দিনের স্ত্রী। তার স্বামী ঢাকার মোহাম্মদপুর র‌্যাব-২ এ সহকারী উপ-পরিদর্শক হিসেবে কর্মকরত আছেন। তিনি উপজেলার শিমলা বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। লিপি খাতুন তিন সন্তানের মা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে গৃহবধূ লিপি খাতুন তার মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন। আজ ভোরের দিকে চোর ঘরের গ্রিল কেটে ঘরে ঢুকে পড়ে। এ সময় চোরকে চিনে ফেলায় গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে। সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্ছু মিয়া বলেন, শ্বাসরোধে ওই গৃহবধূকে হত্যা করে, নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় চোর। গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। সেইসাথে, ঘটনায় থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এম.এইছ /  ধ্রুব্কণ্ঠ

 

বিষয় : হত্যা জামালপুর স্ত্রী

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫


জামালপুরে এক র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫

featured Image

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চুরি করতে গিয়ে র‍্যাব সদস্যের স্ত্রী লিপি খাতুন (৩৫) নামের এক গৃহবধূকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরের দিকে উপজেলার শিমলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

লিপি খাতুন কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর এলাকার মহর উদ্দিনের স্ত্রী। তার স্বামী ঢাকার মোহাম্মদপুর র‌্যাব-২ এ সহকারী উপ-পরিদর্শক হিসেবে কর্মকরত আছেন। তিনি উপজেলার শিমলা বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। লিপি খাতুন তিন সন্তানের মা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে গৃহবধূ লিপি খাতুন তার মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন। আজ ভোরের দিকে চোর ঘরের গ্রিল কেটে ঘরে ঢুকে পড়ে। এ সময় চোরকে চিনে ফেলায় গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে। সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্ছু মিয়া বলেন, শ্বাসরোধে ওই গৃহবধূকে হত্যা করে, নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় চোর। গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। সেইসাথে, ঘটনায় থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এম.এইছ /  ধ্রুব্কণ্ঠ

 


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত