ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

গাজীপুরে ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী



গাজীপুরে ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী
ছবি: সংগৃহীত

গাজীপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আট হাজার ৩০০ পিস ইয়াবাসহ রুবেল আলম (৩৩) ও দিদারুল ইসলাম রাজু (৩২) নামের দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত রবিবার (২৩ নভেম্বর) রাতে কাশিমপুর থানার এনায়েতপুর ও নয়াপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার রুবেল আলম সিরাজগঞ্জের কাজিপুর থানার বিল চতল গ্রামের সোমার আলী মণ্ডলের ছেলে। অপর গ্রেপ্তার দিদারুল ইসলাম রাজু গাজীপুর মহানগরীর কাশিমপুর নয়াপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, রবিবার রাত পৌনে ২টার দিকে কাশিমপুর থানাধীন এনায়েতপুর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে চেকপোস্ট পরিচালিত হয়। সে সময় রুবেল আলমের গতিবিধি সন্দেহজনক মনে হলে তার দেহ তল্লাশি করে পাঁচ হাজার ৯৯৯ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এর পরে তার দেওয়া তথ্য হতে জানা যায়, রাত পৌনে ৩টার দিকে কাশিমপুর থানার নয়াপাড়া এলাকা থেকে দিদারুল ইসলাম রাজুর কাছ থেকে আরো দুই হাজার ৩০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৮ হাজার ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’

 

এমএম/ধ্রুবকন্ঠ

বিষয় : সারাদেশ গাজীপুর গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী ইয়াবা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


গাজীপুরে ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫

featured Image

গাজীপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আট হাজার ৩০০ পিস ইয়াবাসহ রুবেল আলম (৩৩) ও দিদারুল ইসলাম রাজু (৩২) নামের দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত রবিবার (২৩ নভেম্বর) রাতে কাশিমপুর থানার এনায়েতপুর ও নয়াপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার রুবেল আলম সিরাজগঞ্জের কাজিপুর থানার বিল চতল গ্রামের সোমার আলী মণ্ডলের ছেলে। অপর গ্রেপ্তার দিদারুল ইসলাম রাজু গাজীপুর মহানগরীর কাশিমপুর নয়াপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, রবিবার রাত পৌনে ২টার দিকে কাশিমপুর থানাধীন এনায়েতপুর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে চেকপোস্ট পরিচালিত হয়। সে সময় রুবেল আলমের গতিবিধি সন্দেহজনক মনে হলে তার দেহ তল্লাশি করে পাঁচ হাজার ৯৯৯ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এর পরে তার দেওয়া তথ্য হতে জানা যায়, রাত পৌনে ৩টার দিকে কাশিমপুর থানার নয়াপাড়া এলাকা থেকে দিদারুল ইসলাম রাজুর কাছ থেকে আরো দুই হাজার ৩০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৮ হাজার ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’

 

এমএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত