ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

খালেদা জিয়ার সুস্থতা কামনাতে হাটহাজারীতে গণদোয়া অনুষ্ঠিত



খালেদা জিয়ার সুস্থতা কামনাতে হাটহাজারীতে গণদোয়া অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় হাটহাজারী কলেজ মাঠে আজ মঙ্গলবার (০৯ ডিসেম্বর) আসর নামাজের পর এক বিশাল গণদোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী–বায়েজিদ আংশিক) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। হাটহাজারী ও বায়েজিদ এলাকার হাজারো মানুষ এ মোনাজাতে অংশ নেন। রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দলে দলে এসে উপস্থিত হন।

মোনাজাতে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু, হায়াতে বরকত এবং জাতীয় রাজনৈতিক অঙ্গনে তার সক্রিয় অংশগ্রহণের সুযোগ দানের জন্য দোয়া করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের জন্যও আল্লাহর রহমত কামনা করা হয়।

এর আগে শতাধিক হাফেজের কণ্ঠে বেশ কয়েকটি খতমে কোরআন ও শেফা তসবিহ সম্পন্ন হয়। দোয়া পরিচালনা করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহমুদুল হাসান। অনুষ্ঠানে হেফাজতের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মাওলানা শোয়েব আহমদ, মাওলানা আমিন শরীফ, মুফতি মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা জাফর আহমেদসহ বিভিন্ন মাদ্রাসার আলেমরা সহযোগিতা করেন।

মোনাজাতে আরও উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, জেলা–উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ হাজারো কর্মী-সমর্থক।

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : খালেদা জিয়া গণদোয়া সুস্থতা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


খালেদা জিয়ার সুস্থতা কামনাতে হাটহাজারীতে গণদোয়া অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫

featured Image

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় হাটহাজারী কলেজ মাঠে আজ মঙ্গলবার (০৯ ডিসেম্বর) আসর নামাজের পর এক বিশাল গণদোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী–বায়েজিদ আংশিক) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। হাটহাজারী ও বায়েজিদ এলাকার হাজারো মানুষ এ মোনাজাতে অংশ নেন। রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দলে দলে এসে উপস্থিত হন।

মোনাজাতে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু, হায়াতে বরকত এবং জাতীয় রাজনৈতিক অঙ্গনে তার সক্রিয় অংশগ্রহণের সুযোগ দানের জন্য দোয়া করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের জন্যও আল্লাহর রহমত কামনা করা হয়।

এর আগে শতাধিক হাফেজের কণ্ঠে বেশ কয়েকটি খতমে কোরআন ও শেফা তসবিহ সম্পন্ন হয়। দোয়া পরিচালনা করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহমুদুল হাসান। অনুষ্ঠানে হেফাজতের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মাওলানা শোয়েব আহমদ, মাওলানা আমিন শরীফ, মুফতি মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা জাফর আহমেদসহ বিভিন্ন মাদ্রাসার আলেমরা সহযোগিতা করেন।

মোনাজাতে আরও উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, জেলা–উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ হাজারো কর্মী-সমর্থক।

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত