ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কৃষকদের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন বিএনপির প্রার্থী পুতুল



কৃষকদের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন বিএনপির প্রার্থী পুতুল
ছবি সংগৃহীত

নাটোরের লালপুরে শ্রমিক সংকটে নাটোর–১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল তার কর্মী-সমর্থকদের নিয়ে কৃষকদের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। তার এ উদ্যোগ নির্বাচনি মাঠে ব্যাপক সাড়া ফেলেছে। কৃষকসহ সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন তিনি।

আজ রবিবার (২৩ নভেম্বর) দিনব্যাপী উপজেলার ১০টি ইউনিয়নে শ্রমিক সংকটে বিপাকে পড়া কৃষকদের জমির পাকা ধান কেটে দেন- যুবদল, ছাত্রদল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

গ্রামের কৃষক রওশন আলম বলেন, শ্রমিক সংকটে চিন্তায় ছিলাম। ধানের শীষের প্রার্থী পুতুল আপা ধান কেটে দেওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ সময় উপস্থিত ছিলেন- লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, মৎস্যজীবী দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, লালপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হায়দার আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাস্টার, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আজিজ রঞ্জু, লালপুর ইউপি সদস্য এমদাদুল হক, চংধুপইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুলহাস, আড়বাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, বিলমাড়ীয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী হোসেন, সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নাদিম হোসেন দোহা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, মাহমুদ হাসান রবিনসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : বিএনপির সারাদেশ পুতুল কৃষকদের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন ইউনিয়ন পরিষদ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫


কৃষকদের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন বিএনপির প্রার্থী পুতুল

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৫

featured Image

নাটোরের লালপুরে শ্রমিক সংকটে নাটোর–১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল তার কর্মী-সমর্থকদের নিয়ে কৃষকদের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। তার এ উদ্যোগ নির্বাচনি মাঠে ব্যাপক সাড়া ফেলেছে। কৃষকসহ সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন তিনি।

আজ রবিবার (২৩ নভেম্বর) দিনব্যাপী উপজেলার ১০টি ইউনিয়নে শ্রমিক সংকটে বিপাকে পড়া কৃষকদের জমির পাকা ধান কেটে দেন- যুবদল, ছাত্রদল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

গ্রামের কৃষক রওশন আলম বলেন, শ্রমিক সংকটে চিন্তায় ছিলাম। ধানের শীষের প্রার্থী পুতুল আপা ধান কেটে দেওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ সময় উপস্থিত ছিলেন- লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, মৎস্যজীবী দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, লালপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হায়দার আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাস্টার, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আজিজ রঞ্জু, লালপুর ইউপি সদস্য এমদাদুল হক, চংধুপইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুলহাস, আড়বাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, বিলমাড়ীয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী হোসেন, সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নাদিম হোসেন দোহা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, মাহমুদ হাসান রবিনসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত