আসছে তাপপ্রবাহ: তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কা

আগামী ২৩ এপ্রিল থেকে শুরু হয়ে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে আংশিক তাপপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ আবহাওয়া অবজারভেশন টিম (বিডাব্লিউওটি)।
বেসরকারি এই সংস্থাটি জানিয়েছে, ২১ এপ্রিল থেকে তাপমাত্রা বৃদ্ধির ধারা শুরু হবে যা ২৩ তারিখের পর থেকে তাপপ্রবাহে রূপ নিতে পারে। চুয়াডাঙ্গা, যশোর, মেহেরপুর, ঝিনাইদহ, রাজশাহী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌছাতে পারে।
তাপমাত্রা চলাকালীন সময়ে সিলেট বিভাগে নিয়মিত বৃষ্টির সম্ভাবনা থাকছে, তাই সিলেট বিভাগে কোন তাপপ্রবাহ আসছে না বলেও জানায় সংস্থাটি।
বিডাব্লিউওটি জানায়, এই সময় চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া ঢাকা ও বরিশাল বিভাগে মাঝারি এবং খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
তাপপ্রবাহ চলাকালীন সময়ে দেশের মধ্য ও পশ্চিম অঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশ কম থাকতে পারে। তবে দুই-এক জায়গায় মাঝেমধ্যে হঠাৎ পশ্চিম আকাশ কালো করে আকস্মিকভাবে কিছুটা বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকছে।