চট্টগ্রাম

সাবেক ছাত্রনেতা সোহেল রানার জানাজা ও দাফন সম্পন্ন

চট্টগ্রাম, ১৫ মার্চ ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার সাংগঠনিক সম্পাদক, রুকন ও সাবেক ছাত্রনেতা সোহেল রানা গত রবিবার (৯ মার্চ) ভোররাত ৫টার দিকে পাকিস্তানের লাহোরের আল ফারুক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তিনি আটমাসের এক সন্তান, স্ত্রী, মা-বাবা, ভাই-বোন, পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা আজ শনিবার (১৫ মার্চ) বাদে জোহর ঐতিহাসিক প্যারেড মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাঁকে শমসের পাড়া আইএমসিএইচ মেডিকেলের পাশে কবরস্থানে দাফন করা হয়।

জানাজাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম, চট্টগ্রাম মহানগরী জামায়াতের নায়েবে আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগরীর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক ও চট্টগ্রাম মহানগর উত্তরের সাবেক সভাপতি আ ম ম মাসরুর হোসাইন, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি তানজীর হোসেন জুয়েল, মরহুম সোহেল রানার ভাগিনা নিজাম উদ্দিন আকাশ প্রমুখ। জানাজায় ইমামতি করেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।

জানাজায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মুজাহিদুল ইসলাম, দৈনিক কর্ণফুলী পত্রিকা সম্পাদক মুহাম্মদ আফছার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সমাজকল্যাণ পরিষদের সভাপতি মুহাম্মদ তাহের, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য জাফর সাদেক ও অধ্যাপক মুহাম্মদ নুরুল আমিন চৌধুরী, মরহুম সোহেল রানার পিতা মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা সেক্রেটারি মাওলানা বদরুল হক, উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস ও মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী,নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান হেলালী, নগর কর্মপরিষদ সদস্য আবু বকর, হামেদ হাসান এলাহী, ছাত্রশিবির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদেক কাইয়ুম, পাঠাগার সম্পাদক ফখরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মুহাম্মদ ফরহাদ, চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম রনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি মুহাম্মদ ইব্রাহিম, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর সাবেক সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান, ছাত্রশিবিবের সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক দেলোয়ার হোসাইন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক নুরুল আমিনসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মরহুম সোহেল রানা সর্বশেষ পাঁচলাইশ থানা জামায়াতের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কার্যকরী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, চট্টগ্রাম মহানগরী উত্তরের সাবেক সভাপতি, আইআইইউসির সাবেক সভাপতি, চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাবেক প্রকাশনা সম্পাদক, পতেঙ্গা থানা সভাপতিসহ ছাত্রজীবনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button