চট্টগ্রাম

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

অদ্য ১৯/২/২৫ খ্রিষ্টাব্দ জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সকাল ১১:৩০ ঘটিকায় পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় জানুয়ারি মাসের ১৭টি থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা পর্যালোচনা করত: তদন্তে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়।

মাদক ও অস্ত্র উদ্ধার,ওয়ারেন্ট তামিল সংক্রান্তে পরিসংখ্যানভিত্তিক পর্যালোচনা করা হয়। এক্ষেত্রে গত মাসে পূর্বের সময়ের তুলনায় সম্পত্তি সংক্রান্ত অপরাধ হ্রাস পাওয়ায় সভাপতি মহোদয় সন্তোষ প্রকাশ করেন।

বিশেষ নিরাপত্তা মহড়া ও আকস্মিক চেকপোস্ট করার কারণে চট্টগ্রাম জেলা পুলিশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রেখেছে বলে তিনি মন্তব্য করেন। তিনি এজন্য জেলার সকল উর্ধ্বতন কর্মকর্তা সহ সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি সকল অফিসার ইনচার্জদের উদ্দেশ্যে আইন শৃঙ্খলা রক্ষায় ও অপরাধ নিয়ন্ত্রণে সততা নিষ্ঠা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন। কোনভাবে এর ব্যত্যয় হলে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন বলে সকলকে বিশেষভাবে সতর্ক করেন।

এলাকার অপরাধ পর্যালোচনাপূর্বক গোয়েন্দা তথ্য সংগ্রহ বিশেষ চেকপোস্ট পরিচালনা, আকস্মিক অভিযান পরিচালনা ও নিরাপত্তা টহল অব্যাহত রাখার জন্য অফিসার্স ইনচার্জসহ সকল পুলিশ সদস্যদের নির্দেশ প্রদান করেন।

পুলিশ সদস্যদের কাজের ভিত্তিতে ভালো কাজের জন্য পুরস্কার প্রদানের আশ্বাস প্রদান করেন। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ থানা, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসারদের পারফরম্যান্স ভিত্তিতে ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করেন।

উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব আসাদুজ্জামান এর সঞ্চালনায় জনাব জুনায়েদ কাওছার , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব শেখ মোঃ সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) , জনাব মোঃ সিরাজুল ইসলাম পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), জনাব রাসেল পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) সহ জেলার সকল সার্কেল অফিসার্স, অফিসার্স ইনচার্জ ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button