শতবর্ষ পুরাতন ১৭ একরের একটি খেলার মাঠ যখন দখলদারদের কব্জায়

গাবতলী ফুটবল খেলার মাঠটি (১.৭০৩২ একর) সিদ্ধান্ত স্কুলকে ০১-০৬-১৯১৮ সালের ২৩০৩ নং রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে মুন্সী লাল মিয়া কর্তৃক দানকৃত। মাঠটি স্কুলের ছাত্ররা এবং এলাকাবাসী খেলার মাঠ হিসেবে ব্যবহার করছে শত বছরেরও অধিক সময়। বিগত আওয়ামী ফ্যাসিবাদের সহযোগিতায় মাঠে অবৈধ ভাবে নির্মিত ও নির্মাণাধীন বানিজ্যিক স্থাপনা করা হয়। মাঠটি এলাকার খেলাধুলা ও মন মানসিকতার উন্নয়নের বাতিঘর। কিশোর ও যুব সমাজের উন্নয়নের জন্য এই মাঠ অনতিবিলম্বে উদ্ধার ও সংস্কার করা প্রয়োজন। এই লক্ষ্যে আজ ১০ই ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে মিরপুর মাজার রোডে অবস্থিত গাবতলি খেলার মাঠের সামনে সকাল ১০ ঘটিকায় মানব বন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

সমাজের কিশোর ও যুব সমাজের নৈতিক, মানবিক ও শারিরীক উন্নয়নের জন্য ও সামাজিক দায়বদ্ধতা থেকে উক্ত শান্তিপুর্ন আন্দোলনে আপনি ও আপনারা সকলে আমাদের পাশে থাকবেন এবং স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করবেন। খেলার মাঠগুলো শিশু, কিশোর, যুবকদের মাদক থেকে বিরত থেকে খেলাধুলার মাধ্যমে মানসিক উন্ননয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।