চট্টগ্রাম

ডবলমুরিল থানা আসকারাবাদ যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিল

আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: শাহজাহান চৌধুরী

চট্টগ্রাম, ৮ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই দেশের মানুষ ইসলাম প্রিয়। যুগে যুগে বিভিন্ন ইসলামী ব্যাক্তিত্ব এ ভূখন্ডে আবাদ করেছেন এবং তাদের দাওয়াতি কাজের প্রভাবে এ মাটির সহজ সরল মানুষগুলো ইসলামকে আপন করে নিয়েছেন। যেকোন প্রকার ইসলাম বিরোধী শক্তির ষড়যন্ত্র এ দেশের মানুষ রুখে দিবে। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার সকল প্রচেষ্টা ব্যর্থ হবে, ইনশাআল্লাহ।

তিনি আরও বলন, নবী করিম (সা.) যে আদর্শিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করেছিলেন সেই আদলেই আমরা বাংলাদেশকে গড়তে চাই।

রবিবার (৫ জানুয়ারি) আসকারাবাদ যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

২৪ নম্বর উত্তর আগ্রাবাদ সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল মালেকের সভাপতিত্বে ও আসকারাবাদ যুব সমাজের উপদেষ্টা মাওলানা আবু হুরাইরার সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ডবলমুরিং থানার আমীর মো. ফারুক আযম, ডবলমুরিং থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি ইমরানুল হক।

মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অধ্যাপক ড. বি এম মফিজুর রহমান আল আজহারী, বিশেষ ওয়ায়েজ হিসেবে ছিলেন বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মোহছেন আল হোসাইনী, আল হাদী ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, আত তাইসীর মডেল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মুফতি হোসাইন আহমাদ।

আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম, মাওলানা মঈনউদ্দীন, শাহরিয়ার শামিম শাহজালাল, শেখ মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ হাফিজুল্লাহ, জহিরুল ইসলাম, আব্দুল কাদের, আতাউল্লাহ জিহাদীসহ বিভিন্ন মসজিদের খতীব ও ওলামা মাশায়েখগণ।
ক্যাপশন: আসকারাবাদ যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন আলহাজ্ব শাহজাহান চৌধুরী

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button