বিশ্বজুড়ে
নিপাহ
ভাইরাসে
আক্রান্তের
মৃত্যুহার
গড়ে
৭২
শতাংশ
হলেও
বাংলাদেশে
সাম্প্রতিক
চিত্র
ভয়াবহ
বলে
মনে
করছেন
বিশেষজ্ঞরা।
আইইডিসিআরের
বৈজ্ঞানিক
কর্মকর্তা
শারমিন
সুলতানা
বলেন,
‘সাধারণভাবে
ডিসেম্বর
থেকে
এপ্রিল
পর্যন্ত
সময়কে
নিপাহ
ভাইরাসের
মৌসুম
হিসেবে
ধরা
হয়।
তবে
২০২৫
সালের
আগস্ট
মাসেও
নিপাহ
রোগী
শনাক্ত
হওয়ায়
নতুন
করে
উদ্বেগ
তৈরি
হয়েছে।
এতে
ধারণা
করা
হচ্ছে,
কেবল
খেজুরের
কাঁচা
রস
নয়,
সংক্রমণের
অন্য
উৎসও
থাকতে
পারে।’
তিনি
আরও বলেন,
‘গত
বছর
প্রথমবারের
মতো
ভোলা
জেলায়
নিপাহ
রোগী
শনাক্ত
হয়েছে,
যেখানে
আগে
কখনো
এই
ভাইরাসের
অস্তিত্ব
পাওয়া
যায়নি।’
তিনি
বলেন,
‘এতদিন
নিপাহ
সংক্রমণের
প্রধান
কারণ
হিসেবে
কাঁচা
খেজুরের
রসকে
দায়ী
করা
হলেও
এবার
বাদুড়ের
অর্ধ-খাওয়া ফল থেকেও সরাসরি
সংক্রমণের
প্রমাণ
মিলেছে।
গত
বছর
নিপাহ
ভাইরাসে
মারা
যাওয়া
চারজনের
মধ্যে
নওগাঁর
আট
বছরের
এক
শিশুর
ঘটনা
ছিল
দেশের
প্রথম
অমৌসুমি
নিপাহ
সংক্রমণ,
যা
শীতকাল
ছাড়াই
আগস্ট
মাসে
শনাক্ত
হয়।
ওই
শিশুর
সংক্রমণের
উৎস
হিসেবে
বাদুড়ের
আধ-খাওয়া ফল যেমন- কালোজাম,
খেজুর
ও
আম
খাওয়ার
তথ্য
পাওয়া
গেছে।’
আপনার মতামত লিখুন