ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শোকের প্রতি শ্রদ্ধায় আতশবাজি পরিহারের আহ্বান জানালেন ডাকসু ভিপি



শোকের প্রতি শ্রদ্ধায় আতশবাজি পরিহারের আহ্বান জানালেন ডাকসু ভিপি
ছবি: সংগৃহীত

জাতীয় শোকের প্রতি শ্রদ্ধা জানিয়ে থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো এবং ফানুস ওড়ানোর আয়োজন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। আজ বুধবার (৩১ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এই আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে ডাকসুর ভিপি বলেন, ‘বাংলাদেশের আপসহীন সংগ্রামের প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সমগ্র জাতি আজ গভীর শোক বেদনায় মুহ্যমান। জুলাই বিপ্লবের অগ্রসেনানী শরিফ ওসমান হাদি ভাইও শহিদ হয়ে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। এই শোকাবহ সময়ে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং জাতীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন আমাদের সবার নৈতিক দায়িত্ব।

তিনি বলেন, ‘আমরা দেখেছি প্রতিবছরই ফানুসের আগুন থেকে বাড়িঘর-দোকানপাটে আগুন লেগে বিপুল পরিমাণ সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছেআতশবাজির বিকট শব্দে অসংখ্য পাখি, এমনকি মানবসন্তানের মৃত্যুর ঘটনাও ঘটেছে। পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীসহ সারা দেশের সবার প্রতি আতশবাজি ফোটানো, ফানুস ওড়ানো ইত্যাদি আয়োজন থেকে বিরত থাকার বিনীত আহ্বান জানাচ্ছি।

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : আহ্বান ডাকসু ভিপি আতশবাজি পরিহার

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫


শোকের প্রতি শ্রদ্ধায় আতশবাজি পরিহারের আহ্বান জানালেন ডাকসু ভিপি

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

featured Image

জাতীয় শোকের প্রতি শ্রদ্ধা জানিয়ে থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো এবং ফানুস ওড়ানোর আয়োজন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। আজ বুধবার (৩১ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এই আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে ডাকসুর ভিপি বলেন, ‘বাংলাদেশের আপসহীন সংগ্রামের প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সমগ্র জাতি আজ গভীর শোক বেদনায় মুহ্যমান। জুলাই বিপ্লবের অগ্রসেনানী শরিফ ওসমান হাদি ভাইও শহিদ হয়ে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। এই শোকাবহ সময়ে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং জাতীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন আমাদের সবার নৈতিক দায়িত্ব।

তিনি বলেন, ‘আমরা দেখেছি প্রতিবছরই ফানুসের আগুন থেকে বাড়িঘর-দোকানপাটে আগুন লেগে বিপুল পরিমাণ সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছেআতশবাজির বিকট শব্দে অসংখ্য পাখি, এমনকি মানবসন্তানের মৃত্যুর ঘটনাও ঘটেছে। পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীসহ সারা দেশের সবার প্রতি আতশবাজি ফোটানো, ফানুস ওড়ানো ইত্যাদি আয়োজন থেকে বিরত থাকার বিনীত আহ্বান জানাচ্ছি।

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত