ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

হাদির জানাজায় অংশ নেওয়ার আহ্বান, শাহবাগে বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত



হাদির জানাজায় অংশ নেওয়ার আহ্বান, শাহবাগে বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) হাদির জানাজায় অংশ নেওয়া এবং জানাজা শেষে তার কফিন ছুঁয়ে শপথ নেওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো সমাবেশ শেষ করেন আন্দোলনকারীরা। এ তথ্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ।

হাদি বিচার দাবিতে আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোর থেকেই শাহবাগ এলাকায় শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ জড়ো হতে শুরু করে। সময় গড়ানোর সাথে সাথে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে শাহবাগে জনসমাগম বাড়তে থাকে। দুপুরের দিকে সেখানে শিক্ষার্থী-জনতার ঢল নামে।

বিক্ষোভ চলাকালেই শাহবাগ মোড়ে জুমার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা করেন। এর পাশাপাশি আন্দোলনের কারণে শাহবাগ মোড়ে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে।

বিকেল ৩টার দিকে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমের ঘোষণায় শাহবাগে আধিপত্যবাদবিরোধী সমাবেশ শুরু হয়। মৎস্য ভবনমুখী সড়কে ডাকসু সদস্যরা একটি ট্রাকের ওপর অবস্থান নিয়ে প্রতিবাদী স্লোগান দেন। একই সময়ে জুলাই ভাস্কর্যের পাদদেশে জুলাই আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন প্ল্যাটফর্মের সদস্যদেরও অবস্থান নিতে দেখা যায়।

সমাবেশে আন্দোলনকারীরা ‘আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন। তারা হাদি হত্যার দ্রুত বিচার, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : কর্মসূচি শাহবাগ ওসমান হাদি

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫


হাদির জানাজায় অংশ নেওয়ার আহ্বান, শাহবাগে বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত

প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

featured Image

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) হাদির জানাজায় অংশ নেওয়া এবং জানাজা শেষে তার কফিন ছুঁয়ে শপথ নেওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো সমাবেশ শেষ করেন আন্দোলনকারীরা। এ তথ্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ।

হাদি বিচার দাবিতে আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোর থেকেই শাহবাগ এলাকায় শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ জড়ো হতে শুরু করে। সময় গড়ানোর সাথে সাথে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে শাহবাগে জনসমাগম বাড়তে থাকে। দুপুরের দিকে সেখানে শিক্ষার্থী-জনতার ঢল নামে।

বিক্ষোভ চলাকালেই শাহবাগ মোড়ে জুমার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা করেন। এর পাশাপাশি আন্দোলনের কারণে শাহবাগ মোড়ে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে।

বিকেল ৩টার দিকে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমের ঘোষণায় শাহবাগে আধিপত্যবাদবিরোধী সমাবেশ শুরু হয়। মৎস্য ভবনমুখী সড়কে ডাকসু সদস্যরা একটি ট্রাকের ওপর অবস্থান নিয়ে প্রতিবাদী স্লোগান দেন। একই সময়ে জুলাই ভাস্কর্যের পাদদেশে জুলাই আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন প্ল্যাটফর্মের সদস্যদেরও অবস্থান নিতে দেখা যায়।

সমাবেশে আন্দোলনকারীরা ‘আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন। তারা হাদি হত্যার দ্রুত বিচার, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত