ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

টাঙ্গাইলে ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল:



টাঙ্গাইলে ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলার চারটি সংসদীয় আসনে মোট ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এসব মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হকের সভাপতিত্বে প্রথম ধাপে জেলার ৮টি সংসদীয় আসনের মধ্যে ৪টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তথ্যের গড়মিলসহ বিভিন্ন কারণে টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসনে ৩ জন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে ১ জন, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ২ জন এবং টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, টাঙ্গাইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মোন্তাজ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হারুন অর রশীদ এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। টাঙ্গাইল-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ মনোয়ার হোসেন সাগরের মনোনয়নপত্র বাতিল করা হয়। টাঙ্গাইল-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার ও মো. শাহজাহান মিয়ার মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া টাঙ্গাইল-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলী আমজাদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হালিম মিয়া এবং মো. শাহ আলম তালুকদারের মনোনয়নপত্র বাতিল করা হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক জানান, প্রথম ধাপে চারটি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এতে তথ্যের অসঙ্গতিসহ নানা কারণে ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই সঙ্গে ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


টাঙ্গাইলে ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল:

প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলার চারটি সংসদীয় আসনে মোট ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এসব মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হকের সভাপতিত্বে প্রথম ধাপে জেলার ৮টি সংসদীয় আসনের মধ্যে ৪টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তথ্যের গড়মিলসহ বিভিন্ন কারণে টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসনে ৩ জন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে ১ জন, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ২ জন এবং টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, টাঙ্গাইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মোন্তাজ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হারুন অর রশীদ এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। টাঙ্গাইল-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ মনোয়ার হোসেন সাগরের মনোনয়নপত্র বাতিল করা হয়। টাঙ্গাইল-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার ও মো. শাহজাহান মিয়ার মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া টাঙ্গাইল-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলী আমজাদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হালিম মিয়া এবং মো. শাহ আলম তালুকদারের মনোনয়নপত্র বাতিল করা হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক জানান, প্রথম ধাপে চারটি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এতে তথ্যের অসঙ্গতিসহ নানা কারণে ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই সঙ্গে ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত