ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

২ জানুয়ারি হতে যাচ্ছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা



২ জানুয়ারি হতে যাচ্ছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ অপরিবর্তিত থাকছে। আগামী জানুয়ারি (শুক্রবার) পূর্বনির্ধারিত সময়েই এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ৩১ ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। এই সময়সীমার মধ্যেই জানুয়ারির নিয়োগ পরীক্ষার তারিখ পড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষা স্থগিতের গুজব ছড়িয়ে পড়ে। এতে সাধারণ চাকরিপ্রার্থীরা বিভ্রান্তির মুখে পড়েন।

পরিস্থিতি স্পষ্ট করতে প্রাথমিক অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম জানান, পরীক্ষা পেছানোর কোনো সরকারি নির্দেশনা এখনো আসেনি এবং পূর্বনির্ধারিত প্রস্তুতি অনুযায়ীই কার্যক্রম চলমান রয়েছে। বড় কোনো পরিবর্তন আসলে তা সময়মতো জানানো হবে।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবারের নিয়োগে দুই ধাপে মোট ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজার ৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পরিসংখ্যানে দেখা গেছে, প্রতিটি পদের বিপরীতে প্রায় ৭৫ জন লড়াইয়ে নামছেন। এর মধ্যে প্রথম ধাপে ৬টি বিভাগে ১০ হাজার ২১৯টি পদের জন্য লাখ ৪৫ হাজার ৯২৯ জন এবং দ্বিতীয় ধাপে ঢাকা চট্টগ্রাম বিভাগে হাজার ১৬৬টি পদের জন্য লাখ ৩৪ হাজার ১৫১ জন আবেদন করেছেন। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এখন চূড়ান্ত প্রস্তুতির অপেক্ষায় রয়েছেন আবেদনকারীরা।

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : প্রাথমিক শিক্ষার্থী নিয়োগ পরীক্ষা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


২ জানুয়ারি হতে যাচ্ছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

featured Image

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ অপরিবর্তিত থাকছে। আগামী জানুয়ারি (শুক্রবার) পূর্বনির্ধারিত সময়েই এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ৩১ ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। এই সময়সীমার মধ্যেই জানুয়ারির নিয়োগ পরীক্ষার তারিখ পড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষা স্থগিতের গুজব ছড়িয়ে পড়ে। এতে সাধারণ চাকরিপ্রার্থীরা বিভ্রান্তির মুখে পড়েন।

পরিস্থিতি স্পষ্ট করতে প্রাথমিক অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম জানান, পরীক্ষা পেছানোর কোনো সরকারি নির্দেশনা এখনো আসেনি এবং পূর্বনির্ধারিত প্রস্তুতি অনুযায়ীই কার্যক্রম চলমান রয়েছে। বড় কোনো পরিবর্তন আসলে তা সময়মতো জানানো হবে।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবারের নিয়োগে দুই ধাপে মোট ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজার ৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পরিসংখ্যানে দেখা গেছে, প্রতিটি পদের বিপরীতে প্রায় ৭৫ জন লড়াইয়ে নামছেন। এর মধ্যে প্রথম ধাপে ৬টি বিভাগে ১০ হাজার ২১৯টি পদের জন্য লাখ ৪৫ হাজার ৯২৯ জন এবং দ্বিতীয় ধাপে ঢাকা চট্টগ্রাম বিভাগে হাজার ১৬৬টি পদের জন্য লাখ ৩৪ হাজার ১৫১ জন আবেদন করেছেন। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এখন চূড়ান্ত প্রস্তুতির অপেক্ষায় রয়েছেন আবেদনকারীরা।

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত