ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টার বন্ধ ঘোষণা



শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টার বন্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত

ভারতের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারের সামনে দিনভর একের পর এক বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) হিন্দু জাগরণ মঞ্চের নেতাকর্মীরা। তারা বাংলাদেশের পতাকা সম্বলিত সাইনবোর্ড পুড়িয়ে ভিসা সেন্টার বন্ধ রাখার হুমকি দেয়। এই সহিংসতার জেরে ভিসা সেন্টারটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন চলছে এমন অভিযোগ করে সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টা নাগাদ বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) হিন্দু জাগরণ মঞ্চের নেতাকর্মীরা শিলিগুড়ির বাঘাযতীন পার্কে জমায়েত হয়।

এরপর দুপুর ১২টার দিকে প্রতিবাদ মিছিল বের করে তারা। শহরের বিভিন্ন অংশ ঘুরে সে মিছিল পৌঁছে যায় বাংলাদেশ ভিসা সেন্টারের সামনে।

ভিড়ের মধ্যে কয়েকজন কিছু বুঝে ওঠার আগেই ভিসা সেন্টারের সামনে বাংলাদেশের পতাকা সম্বলিত সাইনবোর্ড টেনে-হিঁচড়ে ছিঁড়ে ফেলে বিক্ষোভকারীরা। এরপর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কুশপুতুলের সঙ্গে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় সেই সাইনবোর্ড।

এর আগে দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকেও ভারতীয়দের ভিসা প্রদান বন্ধ ঘোষণা করা হয়

 

এম এইছ / ধ্রুবকন্ঠ

বিষয় : বাংলাদেশ ভিসা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

featured Image

ভারতের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারের সামনে দিনভর একের পর এক বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) হিন্দু জাগরণ মঞ্চের নেতাকর্মীরা। তারা বাংলাদেশের পতাকা সম্বলিত সাইনবোর্ড পুড়িয়ে ভিসা সেন্টার বন্ধ রাখার হুমকি দেয়। এই সহিংসতার জেরে ভিসা সেন্টারটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন চলছে এমন অভিযোগ করে সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টা নাগাদ বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) হিন্দু জাগরণ মঞ্চের নেতাকর্মীরা শিলিগুড়ির বাঘাযতীন পার্কে জমায়েত হয়।

এরপর দুপুর ১২টার দিকে প্রতিবাদ মিছিল বের করে তারা। শহরের বিভিন্ন অংশ ঘুরে সে মিছিল পৌঁছে যায় বাংলাদেশ ভিসা সেন্টারের সামনে।

ভিড়ের মধ্যে কয়েকজন কিছু বুঝে ওঠার আগেই ভিসা সেন্টারের সামনে বাংলাদেশের পতাকা সম্বলিত সাইনবোর্ড টেনে-হিঁচড়ে ছিঁড়ে ফেলে বিক্ষোভকারীরা। এরপর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কুশপুতুলের সঙ্গে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় সেই সাইনবোর্ড।

এর আগে দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকেও ভারতীয়দের ভিসা প্রদান বন্ধ ঘোষণা করা হয়

 

এম এইছ / ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত