ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রাতের তাপমাত্রা কমবে যা বললেন আবহাওয়া অধিদপ্তর



রাতের তাপমাত্রা কমবে যা বললেন আবহাওয়া অধিদপ্তর
ছবি: সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে আগামীকাল বুধবার (১০ দেচেম্ব্বে) রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমতে পারে। এতে দেশে শীতের অনুভূতিও কিছুটা বাড়তে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশাও পড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, ‘দুইদিন তাপমাত্রা কিছুটা কমতে পারে। বিক্ষিপ্তভাবে দুই-একটি অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রি বা এর নিচেও নামতে পারে। তবে সামগ্রিকভাবে সারা দেশে তাপমাত্রা খুব একটা কমবে না। কখনো কিছুটা কমলেও আবার কখনো তা বাড়তে পারে। এ অবস্থা থাকতে পারে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল বুধবারও রাতের তাপমাত্রা কমার প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে এরপর আবার কিছুদিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

আবহাওয়াবিদরা বলছেন, আগামী কিছুদিন ভোরের দিকে দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশার দেখাও মিলতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যথারীতি মিলবে রোদের দেখা। ফলে সকালের শীতের অনুভূতি ও কুয়াশা বেশিক্ষণ স্থায়ী হবে না। এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১০.৪ ডিগ্রি। এছাড়া কুড়িগ্রামের রাজারহাটে ১১.৫ ডিগ্রি, মৌলভীবাজারে শ্রীমঙ্গলে ১১.৬ ডিগ্রি ও দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।

ঢাকায় এসময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস।

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : শীত অধিদপ্তর আবহাওয়া তাপমাত্রা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫


রাতের তাপমাত্রা কমবে যা বললেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫

featured Image

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে আগামীকাল বুধবার (১০ দেচেম্ব্বে) রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমতে পারে। এতে দেশে শীতের অনুভূতিও কিছুটা বাড়তে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশাও পড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, ‘দুইদিন তাপমাত্রা কিছুটা কমতে পারে। বিক্ষিপ্তভাবে দুই-একটি অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রি বা এর নিচেও নামতে পারে। তবে সামগ্রিকভাবে সারা দেশে তাপমাত্রা খুব একটা কমবে না। কখনো কিছুটা কমলেও আবার কখনো তা বাড়তে পারে। এ অবস্থা থাকতে পারে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল বুধবারও রাতের তাপমাত্রা কমার প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে এরপর আবার কিছুদিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

আবহাওয়াবিদরা বলছেন, আগামী কিছুদিন ভোরের দিকে দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশার দেখাও মিলতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যথারীতি মিলবে রোদের দেখা। ফলে সকালের শীতের অনুভূতি ও কুয়াশা বেশিক্ষণ স্থায়ী হবে না। এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১০.৪ ডিগ্রি। এছাড়া কুড়িগ্রামের রাজারহাটে ১১.৫ ডিগ্রি, মৌলভীবাজারে শ্রীমঙ্গলে ১১.৬ ডিগ্রি ও দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।

ঢাকায় এসময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস।

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত