ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নতুন বার্তা ভারতের



বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নতুন বার্তা ভারতের
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগজনক বলে উল্লেখ করেছে।

স্থানীয় সময় আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।

রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে আমরা অবগত এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’

তিনি আরও বলেন, ‘গত কয়েক দিনে বাংলাদেশে যে ভ্রান্ত বয়ান প্রচার করা হচ্ছে, তা প্রত্যাখ্যান করে আমরা একাধিক বিবৃতি দিয়েছি।’

অমৃত মণ্ডলের মৃত্যুর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে আমরা অবগত রয়েছি এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। চরমপন্থীদের হাতে বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে লাগাতার সহিংসতা অত্যন্ত উদ্বেগজনক।’

এ ছাড়া ময়মনসিংহের দিপু চন্দ্র দাসের হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে ভারত। এ অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার প্রত্যাশা জানিয়েছে দেশটি।

জয়সওয়াল দাবি করেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়ে স্বাধীন বিভিন্ন সূত্রের তথ্য মতে সংখ্যালঘুদের বিরুদ্ধে হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, ভূমি দখলসহ মোট ২ হাজার ৯০০টিরও বেশি সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে। এই ঘটনাগুলোকে কোনোভাবেই মিডিয়ার অতিরঞ্জন হিসেবে উড়িয়ে দেওয়া বা রাজনৈতিক সহিংসতা বলে এড়িয়ে যাওয়া যায় না।’

সূত্র : পিটিআই

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : বাংলাদেশে ভারত পরিস্থিতি

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নতুন বার্তা ভারতের

প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫

featured Image

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগজনক বলে উল্লেখ করেছে।

স্থানীয় সময় আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।

রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে আমরা অবগত এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’

তিনি আরও বলেন, ‘গত কয়েক দিনে বাংলাদেশে যে ভ্রান্ত বয়ান প্রচার করা হচ্ছে, তা প্রত্যাখ্যান করে আমরা একাধিক বিবৃতি দিয়েছি।’

অমৃত মণ্ডলের মৃত্যুর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে আমরা অবগত রয়েছি এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। চরমপন্থীদের হাতে বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে লাগাতার সহিংসতা অত্যন্ত উদ্বেগজনক।’

এ ছাড়া ময়মনসিংহের দিপু চন্দ্র দাসের হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে ভারত। এ অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার প্রত্যাশা জানিয়েছে দেশটি।

জয়সওয়াল দাবি করেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়ে স্বাধীন বিভিন্ন সূত্রের তথ্য মতে সংখ্যালঘুদের বিরুদ্ধে হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, ভূমি দখলসহ মোট ২ হাজার ৯০০টিরও বেশি সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে। এই ঘটনাগুলোকে কোনোভাবেই মিডিয়ার অতিরঞ্জন হিসেবে উড়িয়ে দেওয়া বা রাজনৈতিক সহিংসতা বলে এড়িয়ে যাওয়া যায় না।’

সূত্র : পিটিআই

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত