ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

প্রবাসী ভোটার ১ লাখ ৬২ হাজার নিবন্ধন করলেন



প্রবাসী ভোটার ১ লাখ ৬২ হাজার নিবন্ধন করলেন
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ১ লাখ ৬২ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট অনুযায়ী, আজ বুধবার (৩ ডিসেম্বর) রাত ৯ টা পর্যন্ত মোট ১ লাখ ৬২ হাজার ৭০১ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে ১ লাখ ৪৪ হাজার ৭৮৩ জন পুরুষ এবং ১৭ হাজার ৯১৮ জন নারী ভোটার রয়েছেন।

দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে রয়েছে—সৌদি আরবে ২৩ হাজার ৯৭১ জন, যুক্তরাষ্ট্রে ১৮ হাজার ৭৩৮ জন, সিঙ্গাপুরে ১০ হাজার ১৯৪ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৪২৭ জন, যুক্তরাজ্যে ৯ হাজার ৪০৭ জন, কানাডায় ৮ হাজার ৯২৫  জন, মালয়েশিয়ায় ৮ হাজার ৫৭৮ জন, অস্ট্রেলিয়ায় ৭ হাজার ৬৬৬ জন, সংযুক্ত আরব আমিরাতে ৭ হাজার ৩২৫ জন, জাপানে ৬ হাজার ৮৭০ জন এবং ইতালিতে ৬ হাজার ১৯৭ জন।

নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, প্রবাসী ভোটারদের নিবন্ধনের জন্য সময়সীমা ১৮ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। তিনি বলেন, প্রবাসীদের অনুরোধ এবং সুযোগ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে বিশ্বের যেকোনো স্থান থেকে অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা যায়।

আখতার আহমেদ আরও জানান, নির্বাচনপ্রক্রিয়ায় অংশ নেওয়া সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) প্রক্রিয়াও চালু করা হবে। এ বিষয়ে তফসিল ঘোষণার পর থেকে ১৫ দিন মেয়াদে নিবন্ধনপ্রক্রিয়া চালু হবে।

 

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : প্রবাসী ভোটা ১ লাখ ৬২ হাজার নিবন্ধন

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


প্রবাসী ভোটার ১ লাখ ৬২ হাজার নিবন্ধন করলেন

প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৫

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ১ লাখ ৬২ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট অনুযায়ী, আজ বুধবার (৩ ডিসেম্বর) রাত ৯ টা পর্যন্ত মোট ১ লাখ ৬২ হাজার ৭০১ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে ১ লাখ ৪৪ হাজার ৭৮৩ জন পুরুষ এবং ১৭ হাজার ৯১৮ জন নারী ভোটার রয়েছেন।

দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে রয়েছে—সৌদি আরবে ২৩ হাজার ৯৭১ জন, যুক্তরাষ্ট্রে ১৮ হাজার ৭৩৮ জন, সিঙ্গাপুরে ১০ হাজার ১৯৪ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৪২৭ জন, যুক্তরাজ্যে ৯ হাজার ৪০৭ জন, কানাডায় ৮ হাজার ৯২৫  জন, মালয়েশিয়ায় ৮ হাজার ৫৭৮ জন, অস্ট্রেলিয়ায় ৭ হাজার ৬৬৬ জন, সংযুক্ত আরব আমিরাতে ৭ হাজার ৩২৫ জন, জাপানে ৬ হাজার ৮৭০ জন এবং ইতালিতে ৬ হাজার ১৯৭ জন।

নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, প্রবাসী ভোটারদের নিবন্ধনের জন্য সময়সীমা ১৮ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। তিনি বলেন, প্রবাসীদের অনুরোধ এবং সুযোগ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে বিশ্বের যেকোনো স্থান থেকে অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা যায়।

আখতার আহমেদ আরও জানান, নির্বাচনপ্রক্রিয়ায় অংশ নেওয়া সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) প্রক্রিয়াও চালু করা হবে। এ বিষয়ে তফসিল ঘোষণার পর থেকে ১৫ দিন মেয়াদে নিবন্ধনপ্রক্রিয়া চালু হবে।

 

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত