ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

প্রধান কার্যালয়ে সাবেক হিট অফিসার বুশরা আফরিনকে জিজ্ঞাসাবাদ



প্রধান কার্যালয়ে সাবেক হিট অফিসার বুশরা আফরিনকে জিজ্ঞাসাবাদ
ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক প্রথম চিফ হিট অফিসার বুশরা আফরিনকে দুর্নীতি দমন কমিশন (দুদক) আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে প্রায় দেড় ঘণ্টা দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জানা গেছে, জুলাই আন্দোলনের পর ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষাপটে গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে থাকা সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের অনুসন্ধান তদন্ত চলছে। একই সঙ্গে, তার স্ত্রী শায়লা সাগুফতা ইসলাম মেয়ে বুশরা আফরিনের বিদেশ যাত্রায় জানুয়ারি নিষেধাজ্ঞা জারি করেন আদালত।

দুদক অভিযোগ অনুসন্ধান করছে যে, ক্ষমতার অপব্যবহার টেন্ডারে অনিয়মের মাধ্যমে মশার লার্ভা নিধনের ওষুধ ছিটানোর যন্ত্র কেনাকাটায় সরকারি অর্থ অপচয়, দুর্নীতি অর্থ পাচারে আতিকুল ইসলাম সংশ্লিষ্টরা জড়িত। তাদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এবং কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিদেশে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগও রয়েছে।

এর আগে গত বছর ২০২৪ সালের ১৬ অক্টোবর রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

 

এনএন/ধ্রুবকন্ঠ

বিষয় : জিজ্ঞাসাবাদ বুশরা আফরিন সাবেক হিট অফিসা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬


প্রধান কার্যালয়ে সাবেক হিট অফিসার বুশরা আফরিনকে জিজ্ঞাসাবাদ

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক প্রথম চিফ হিট অফিসার বুশরা আফরিনকে দুর্নীতি দমন কমিশন (দুদক) আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে প্রায় দেড় ঘণ্টা দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জানা গেছে, জুলাই আন্দোলনের পর ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষাপটে গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে থাকা সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের অনুসন্ধান তদন্ত চলছে। একই সঙ্গে, তার স্ত্রী শায়লা সাগুফতা ইসলাম মেয়ে বুশরা আফরিনের বিদেশ যাত্রায় জানুয়ারি নিষেধাজ্ঞা জারি করেন আদালত।

দুদক অভিযোগ অনুসন্ধান করছে যে, ক্ষমতার অপব্যবহার টেন্ডারে অনিয়মের মাধ্যমে মশার লার্ভা নিধনের ওষুধ ছিটানোর যন্ত্র কেনাকাটায় সরকারি অর্থ অপচয়, দুর্নীতি অর্থ পাচারে আতিকুল ইসলাম সংশ্লিষ্টরা জড়িত। তাদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এবং কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিদেশে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগও রয়েছে।

এর আগে গত বছর ২০২৪ সালের ১৬ অক্টোবর রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

 

এনএন/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত