ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

পোস্টাল ব্যালট নিয়ে কোনো অনিয়ম হলে ছাড় নেই : ইসি সানাউল্লাহ



পোস্টাল ব্যালট নিয়ে কোনো অনিয়ম হলে ছাড় নেই : ইসি সানাউল্লাহ
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, পোস্টাল ব্যালট নিয়ে কোনো ধরনের অনিয়মের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, “পোস্টাল ব্যালটের সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত। অনিয়মের সঙ্গে জড়িতদের প্রমাণ পেলে দেশে ফিরিয়ে এনে শাস্তি দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

দেশে সাধারণ পোস্টাল ভোট একসাথে গ্রহণের দাবি জানিয়েছে বিএনপি। বিষয়ে কমিশনের অবস্থান জানতে চাইলে সানাউল্লাহ জানান, “ বিষয়ে আমরা চিন্তা করছি। আগামীকাল কমিশনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, প্রবাসীদের জন্য মোট লাখ ৬৭ হাজার পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। ঠিকানা ভুলের কারণে হাজার ৫২১টি ফেরত এসেছে, যার মধ্যে বেশি সংখ্যক ফেরত এসেছে মালয়েশিয়া থেকে।

বাহরাইন এবং সৌদিতে এক ঠিকানায় একাধিক প্রবাসী থাকায় সমান সংখ্যক পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে। বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর কিছু নেই বলে জানিয়েছেন কমিশনার।

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : পোস্টাল ব্যালট ইসি সানাউল্লাহ অনিয়ম

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬


পোস্টাল ব্যালট নিয়ে কোনো অনিয়ম হলে ছাড় নেই : ইসি সানাউল্লাহ

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, পোস্টাল ব্যালট নিয়ে কোনো ধরনের অনিয়মের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, “পোস্টাল ব্যালটের সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত। অনিয়মের সঙ্গে জড়িতদের প্রমাণ পেলে দেশে ফিরিয়ে এনে শাস্তি দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

দেশে সাধারণ পোস্টাল ভোট একসাথে গ্রহণের দাবি জানিয়েছে বিএনপি। বিষয়ে কমিশনের অবস্থান জানতে চাইলে সানাউল্লাহ জানান, “ বিষয়ে আমরা চিন্তা করছি। আগামীকাল কমিশনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, প্রবাসীদের জন্য মোট লাখ ৬৭ হাজার পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। ঠিকানা ভুলের কারণে হাজার ৫২১টি ফেরত এসেছে, যার মধ্যে বেশি সংখ্যক ফেরত এসেছে মালয়েশিয়া থেকে।

বাহরাইন এবং সৌদিতে এক ঠিকানায় একাধিক প্রবাসী থাকায় সমান সংখ্যক পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে। বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর কিছু নেই বলে জানিয়েছেন কমিশনার।

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত