ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নির্বাচন ও গণভোট কার্যক্রমে তথ্য কর্মকর্তাদের গুরুদায়িত্ব রয়েছে : সচিব



নির্বাচন ও গণভোট কার্যক্রমে তথ্য কর্মকর্তাদের গুরুদায়িত্ব রয়েছে : সচিব
ছবি: সংগৃহীত

আসন্ন সংসদ নির্বাচন গণভোট কার্যক্রমে তথ্য কর্মকর্তাদের গুরুদায়িত্ব রয়েছে। প্রশাসন নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

আজ বৃহস্পতিবার ( জানুয়ারি) রাজধানীর কল্যাণপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটেবিসিএস (তথ্য) ৪২তম পেশাগত প্রবেশক প্রশিক্ষণেরসমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। 

সচিব জানান, কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে একটিতথ্য একাডেমিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তথ্যসচিব বলেন, ‘সরকারের কার্যক্রম মানুষের কাছে এবং জনগণের কথা সরকারের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তারা উভয়ের মাঝে সেতুবন্ধ হিসেবে কাজ করেন।‘ 

তিনি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে গুজব অপতথ্য প্রতিরোধে তথ্য ক্যাডার কর্মকর্তাদের অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি পেশাদারির সমন্বয়ে সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে।‘

বিশেষ অতিথির বক্তব্যে প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর কর্মকর্তাদের প্রশাসনিক আর্থিক বিধি-বিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখার পরামর্শ দেন। তিনি বলেন, প্রকল্প প্রণয়ন বাস্তবায়নে কর্মকর্তাদের আরো দক্ষ হতে হবে, যাতে সরকারের উন্নয়ন পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা যায়।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম এবং গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল।

অনুষ্ঠানের শুরুতে সদ্যঃপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে মোনাজাত করা হয়।

১২ সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে বিসিএস তথ্য ক্যাডারের ২২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে পিরোজপুর জেলা তথ্য অফিসার সাইফুদ্দিন আল মাদানীমহাপরিচালক পদক’ (সর্বোচ্চ সম্মাননা) অর্জন করেন।

মেধা তালিকায় সিলেট জেলা তথ্য অফিসার রকিবুল হাসান প্রথম এবং তথ্য অধিদপ্তরের মোছা. আফসানা মিমি খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন যৌথভাবে দ্বিতীয় স্থান লাভ করেন। তথ্য অফিসার নোবেল দে সাইফুদ্দিন আল মাদানী তৃতীয় স্থান অর্জন করেন।

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : সচিব নির্বাচনের গণভোট

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


নির্বাচন ও গণভোট কার্যক্রমে তথ্য কর্মকর্তাদের গুরুদায়িত্ব রয়েছে : সচিব

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন সংসদ নির্বাচন গণভোট কার্যক্রমে তথ্য কর্মকর্তাদের গুরুদায়িত্ব রয়েছে। প্রশাসন নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

আজ বৃহস্পতিবার ( জানুয়ারি) রাজধানীর কল্যাণপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটেবিসিএস (তথ্য) ৪২তম পেশাগত প্রবেশক প্রশিক্ষণেরসমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। 

সচিব জানান, কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে একটিতথ্য একাডেমিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তথ্যসচিব বলেন, ‘সরকারের কার্যক্রম মানুষের কাছে এবং জনগণের কথা সরকারের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তারা উভয়ের মাঝে সেতুবন্ধ হিসেবে কাজ করেন।‘ 

তিনি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে গুজব অপতথ্য প্রতিরোধে তথ্য ক্যাডার কর্মকর্তাদের অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি পেশাদারির সমন্বয়ে সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে।‘

বিশেষ অতিথির বক্তব্যে প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর কর্মকর্তাদের প্রশাসনিক আর্থিক বিধি-বিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখার পরামর্শ দেন। তিনি বলেন, প্রকল্প প্রণয়ন বাস্তবায়নে কর্মকর্তাদের আরো দক্ষ হতে হবে, যাতে সরকারের উন্নয়ন পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা যায়।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম এবং গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল।

অনুষ্ঠানের শুরুতে সদ্যঃপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে মোনাজাত করা হয়।

১২ সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে বিসিএস তথ্য ক্যাডারের ২২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে পিরোজপুর জেলা তথ্য অফিসার সাইফুদ্দিন আল মাদানীমহাপরিচালক পদক’ (সর্বোচ্চ সম্মাননা) অর্জন করেন।

মেধা তালিকায় সিলেট জেলা তথ্য অফিসার রকিবুল হাসান প্রথম এবং তথ্য অধিদপ্তরের মোছা. আফসানা মিমি খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন যৌথভাবে দ্বিতীয় স্থান লাভ করেন। তথ্য অফিসার নোবেল দে সাইফুদ্দিন আল মাদানী তৃতীয় স্থান অর্জন করেন।

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত