ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নতুন এমপিও নীতিমালা প্রকাশ বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য



নতুন এমপিও নীতিমালা প্রকাশ বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য
ছবি: সংগৃহীত

বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য প্রণীত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০২৫ প্রকাশ করা হয়েছে। আজ রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে নীতিমালাটি প্রকাশ করা হয়।

নীতিমালায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের জ্যেষ্ঠ প্রভাষক পদ বাতিল করা হয়েছে। একই সঙ্গে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন পদের যোগ্যতার মানদণ্ডে পরিবর্তন আনা হয়েছে।

মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে দুই বছরের অভিজ্ঞতাসহ ১৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে এবং সহকারী প্রধান শিক্ষক হিসেবে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতাসহ ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে শিক্ষকরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদে নিয়োগের সুযোগ পাবেন।

নতুন নীতিমালায় বলা হয়েছে, বিনা অনুমতিতে ৬০ দিন বা তার বেশি সময় অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট শিক্ষক এমপিওভুক্তির জন্য বিবেচিত হবেন না। এমনটি হলে ৬০ দিন পূর্ণ হওয়ার পর ওই পদ শূন্য ঘোষণা করে বিধি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া নিতে হবে।

নতুন জনবল কাঠামোয় বলা হয়েছে, কোনো বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ খোলার জন্য প্রতিটি বিভাগে ন্যূনতম ৩৫ জন শিক্ষার্থী থাকতে হবে। বিজ্ঞান বিভাগে নতুন শাখা খুলতে ন্যূনতম ২৫ জন শিক্ষার্থী থাকতে হবে। মফস্বলে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ খোলার জন্য ন্যূনতম ৩০ জন এবং বিজ্ঞান বিভাগের জন্য ন্যূনতম ২০ জন শিক্ষার্থীর শর্ত রাখা হয়েছে।

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : শিক্ষক এমপি নীতিমালা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


নতুন এমপিও নীতিমালা প্রকাশ বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য

প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫

featured Image

বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য প্রণীত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০২৫ প্রকাশ করা হয়েছে। আজ রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে নীতিমালাটি প্রকাশ করা হয়।

নীতিমালায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের জ্যেষ্ঠ প্রভাষক পদ বাতিল করা হয়েছে। একই সঙ্গে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন পদের যোগ্যতার মানদণ্ডে পরিবর্তন আনা হয়েছে।

মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে দুই বছরের অভিজ্ঞতাসহ ১৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে এবং সহকারী প্রধান শিক্ষক হিসেবে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতাসহ ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে শিক্ষকরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদে নিয়োগের সুযোগ পাবেন।

নতুন নীতিমালায় বলা হয়েছে, বিনা অনুমতিতে ৬০ দিন বা তার বেশি সময় অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট শিক্ষক এমপিওভুক্তির জন্য বিবেচিত হবেন না। এমনটি হলে ৬০ দিন পূর্ণ হওয়ার পর ওই পদ শূন্য ঘোষণা করে বিধি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া নিতে হবে।

নতুন জনবল কাঠামোয় বলা হয়েছে, কোনো বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ খোলার জন্য প্রতিটি বিভাগে ন্যূনতম ৩৫ জন শিক্ষার্থী থাকতে হবে। বিজ্ঞান বিভাগে নতুন শাখা খুলতে ন্যূনতম ২৫ জন শিক্ষার্থী থাকতে হবে। মফস্বলে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ খোলার জন্য ন্যূনতম ৩০ জন এবং বিজ্ঞান বিভাগের জন্য ন্যূনতম ২০ জন শিক্ষার্থীর শর্ত রাখা হয়েছে।

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত