ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

টানা দ্বিতীয় দিন পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড



টানা দ্বিতীয় দিন পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
ছবি: সংগৃহীত

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে টানা দুই দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হিমালয় থেকে নেমে আসা শীতল বাতাসের প্রভাবে জেলাজুড়ে বিরাজ করছে তীব্র শীতের অনুভূতি।

আবহাওয়া অফিস জানায়, আজ শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা দশমিক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার।

এর আগে গতকাল শুক্রবার ( জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছিল দশমিক ডিগ্রি সেলসিয়াসে। সে সময় জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেলেও শনিবার তা কিছুটা বেড়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে। তবে তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের তীব্রতা কমেনি।

সরেজমিনে দেখা গেছে, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত চারদিক ঘন কুয়াশায় ঢেকে ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা পাতলা হলেও সূর্যের দেখা মেলেনি। কনকনে শীতে ব্যস্ত সড়ক বাজার এলাকায় মানুষের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। জীবিকার তাগিদে বের হওয়া নিম্নআয়ের মানুষজনকে রাস্তার মোড়ে মোড়ে আগুন জ্বালিয়ে শীত তাড়ানোর চেষ্টা করতে দেখা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বাংলানিউজকে জানান, শীতের এই সময়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

এরই সাথে উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসের কারণে দিন রাতে কনকনে শীত অনুভূত হচ্ছে। 

তিনি আরও জানান, জানুয়ারি মাসজুড়ে শীতের তীব্রতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : নতুন রেকর্ড তাপমাত্রা সর্বনিম্ন পঞ্চগড়

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬


টানা দ্বিতীয় দিন পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

featured Image

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে টানা দুই দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হিমালয় থেকে নেমে আসা শীতল বাতাসের প্রভাবে জেলাজুড়ে বিরাজ করছে তীব্র শীতের অনুভূতি।

আবহাওয়া অফিস জানায়, আজ শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা দশমিক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার।

এর আগে গতকাল শুক্রবার ( জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছিল দশমিক ডিগ্রি সেলসিয়াসে। সে সময় জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেলেও শনিবার তা কিছুটা বেড়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে। তবে তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের তীব্রতা কমেনি।

সরেজমিনে দেখা গেছে, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত চারদিক ঘন কুয়াশায় ঢেকে ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা পাতলা হলেও সূর্যের দেখা মেলেনি। কনকনে শীতে ব্যস্ত সড়ক বাজার এলাকায় মানুষের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। জীবিকার তাগিদে বের হওয়া নিম্নআয়ের মানুষজনকে রাস্তার মোড়ে মোড়ে আগুন জ্বালিয়ে শীত তাড়ানোর চেষ্টা করতে দেখা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বাংলানিউজকে জানান, শীতের এই সময়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

এরই সাথে উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসের কারণে দিন রাতে কনকনে শীত অনুভূত হচ্ছে। 

তিনি আরও জানান, জানুয়ারি মাসজুড়ে শীতের তীব্রতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত