স্থানীয়
সরকার
উপদেষ্টা
আদিলুর
রহমান
খান
বলেছেন,
‘যদি
আমরা
আবারও
গুম,
বিচারবহির্ভূত
হত্যাকাণ্ড,
নির্যাতন
ও
আয়নাঘরের
দিনগুলোতে
ফিরে
যেতে
না
চাই,
আমাদের
গণভোটের
পক্ষে
অবস্থান
নিতে
হবে,
হ্যাঁ
ভোট
দিতে
হবে।‘
আজ
শুক্রবার
(১৬ জানুয়ারি) বান্দরবানে
ক্ষুদ্র
নৃ-গোষ্ঠীর
সাংস্কৃতিক
ইনস্টিটিউটে
‘গণভোটের
প্রচার
ও
ভোটার
উদ্বুদ্ধকরণ
প্রচার
কার্যক্রমে’
অংশগ্রহণ
করে
এসব
কথা
বলেন তিনি।
আদিলুর
রহমান
খান
বলেন,
‘আমাদের
শহীদেরা
যেই
স্বপ্ন
দেখিয়ে
গেছেন
সেই
স্বপ্ন
আমাদেরও
দেখতে
হবে।
যেন
বাংলাদেশ
আর
অন্যায়ের
পথে
না
হাঁটে। আধিপত্যবাদের কাছে আর বাংলাদেশ কখনো মাথা নত না করে। অন্যায় অবিচারের কাছে বাংলাদেশ কখনো মাথা নত না করে।‘
বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী ও পুলিশ সুপার আবদুর রহমান। সভায় প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেজাউল মাকছুদ জাহেদী বলেন,
‘১৭ বছর কেউ ভোট দিতে পারেনি,
বৈষম্যহীন বাংলাদেশের জন্য হ্যাঁ ভোট দিতে হবে। হ্যাঁ ভোট জয়ী হলে সুশাসন,
ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিত হবে।‘
উপদেষ্টা আদিলুর রহমান খান একই দিনে বান্দরবানের বালাঘাটা চড়ুইপাড়া পাহাড়ি পল্লীতে উঠান বৈঠকে অংশ নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাংলাদেশের আগামী একশ বছরের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন।
তিনি আসন্ন সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান সহ গণভোটে ‘হ্যাঁ’
ভোট দেওয়ার বিষয়ে সকলের প্রতি আহ্বান জানান।
এছাড়া উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে তিনি বান্দরবান পৌর শহরে কালাকাটা এলাকায় পার্বত্য চট্টগ্রামে সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন নামে প্রায় ৩৫০ কোটি টাকার জনস্বাস্থ্য বিভাগের কাজ পরিদর্শন করেন।
সূত্র : বিএসএস।
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : গণভোট হ্যাঁ ভোট উপদেষ্টা আদিলুর
.png)
শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬
স্থানীয়
সরকার
উপদেষ্টা
আদিলুর
রহমান
খান
বলেছেন,
‘যদি
আমরা
আবারও
গুম,
বিচারবহির্ভূত
হত্যাকাণ্ড,
নির্যাতন
ও
আয়নাঘরের
দিনগুলোতে
ফিরে
যেতে
না
চাই,
আমাদের
গণভোটের
পক্ষে
অবস্থান
নিতে
হবে,
হ্যাঁ
ভোট
দিতে
হবে।‘
আজ
শুক্রবার
(১৬ জানুয়ারি) বান্দরবানে
ক্ষুদ্র
নৃ-গোষ্ঠীর
সাংস্কৃতিক
ইনস্টিটিউটে
‘গণভোটের
প্রচার
ও
ভোটার
উদ্বুদ্ধকরণ
প্রচার
কার্যক্রমে’
অংশগ্রহণ
করে
এসব
কথা
বলেন তিনি।
আদিলুর
রহমান
খান
বলেন,
‘আমাদের
শহীদেরা
যেই
স্বপ্ন
দেখিয়ে
গেছেন
সেই
স্বপ্ন
আমাদেরও
দেখতে
হবে।
যেন
বাংলাদেশ
আর
অন্যায়ের
পথে
না
হাঁটে। আধিপত্যবাদের কাছে আর বাংলাদেশ কখনো মাথা নত না করে। অন্যায় অবিচারের কাছে বাংলাদেশ কখনো মাথা নত না করে।‘
বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী ও পুলিশ সুপার আবদুর রহমান। সভায় প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেজাউল মাকছুদ জাহেদী বলেন,
‘১৭ বছর কেউ ভোট দিতে পারেনি,
বৈষম্যহীন বাংলাদেশের জন্য হ্যাঁ ভোট দিতে হবে। হ্যাঁ ভোট জয়ী হলে সুশাসন,
ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিত হবে।‘
উপদেষ্টা আদিলুর রহমান খান একই দিনে বান্দরবানের বালাঘাটা চড়ুইপাড়া পাহাড়ি পল্লীতে উঠান বৈঠকে অংশ নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাংলাদেশের আগামী একশ বছরের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন।
তিনি আসন্ন সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান সহ গণভোটে ‘হ্যাঁ’
ভোট দেওয়ার বিষয়ে সকলের প্রতি আহ্বান জানান।
এছাড়া উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে তিনি বান্দরবান পৌর শহরে কালাকাটা এলাকায় পার্বত্য চট্টগ্রামে সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন নামে প্রায় ৩৫০ কোটি টাকার জনস্বাস্থ্য বিভাগের কাজ পরিদর্শন করেন।
সূত্র : বিএসএস।
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
আপনার মতামত লিখুন