পটুয়াখালীর কুয়াকাটায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে নেমেছেন কয়েকশ শিক্ষার্থী। আজ শুক্রবার, ১৯শে ডিসেম্বর ২০২৫, কুয়াকাটা স্টুডেন্ট অ্যালায়েন্সের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকেই উত্তাল হয়ে ওঠে সাগরকন্যা কুয়াকাটার রাজপথ। সাম্প্রতিক সময়ে নিহত হাদীর আত্মত্যাগকে কেন্দ্র করে এবং বিদেশি হস্তক্ষেপের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের মুখে শোনা যায়—‘তুমি কে আমি কে? হাদী হাদী’ এবং ‘রাজাকারদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’-এর মতো উত্তাল সব স্লোগান। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন কুয়াকাটা স্টুডেন্ট অ্যালায়েন্সের আহ্বায়ক মোঃ মহিম এবং অন্যতম উদ্যোক্তা মোঃ মুজাহিদ সিফাত।
বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রসমাজ সর্বদা আপসহীন। যেকোনো ধরনের আধিপত্যবাদ বা বিদেশি হস্তক্ষেপ সহ্য করা হবে না। একইসাথে তারা নিহত হাদীর স্বপ্ন বাস্তবায়নে এই আন্দোলন আরও বেগবান করার ঘোষণা দেন।
সবশেষে, মরহুম হাদীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়।
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : বিক্ষোভ সমাবেশ কুয়াকাটা
.png)
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫
পটুয়াখালীর কুয়াকাটায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে নেমেছেন কয়েকশ শিক্ষার্থী। আজ শুক্রবার, ১৯শে ডিসেম্বর ২০২৫, কুয়াকাটা স্টুডেন্ট অ্যালায়েন্সের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকেই উত্তাল হয়ে ওঠে সাগরকন্যা কুয়াকাটার রাজপথ। সাম্প্রতিক সময়ে নিহত হাদীর আত্মত্যাগকে কেন্দ্র করে এবং বিদেশি হস্তক্ষেপের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের মুখে শোনা যায়—‘তুমি কে আমি কে? হাদী হাদী’ এবং ‘রাজাকারদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’-এর মতো উত্তাল সব স্লোগান। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন কুয়াকাটা স্টুডেন্ট অ্যালায়েন্সের আহ্বায়ক মোঃ মহিম এবং অন্যতম উদ্যোক্তা মোঃ মুজাহিদ সিফাত।
বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রসমাজ সর্বদা আপসহীন। যেকোনো ধরনের আধিপত্যবাদ বা বিদেশি হস্তক্ষেপ সহ্য করা হবে না। একইসাথে তারা নিহত হাদীর স্বপ্ন বাস্তবায়নে এই আন্দোলন আরও বেগবান করার ঘোষণা দেন।
সবশেষে, মরহুম হাদীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়।
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
আপনার মতামত লিখুন