মাধ্যমিক স্তরের নতুন বই ছাপা নিয়ে জটিলতা থাকলেও প্রাথমিকের বই ছাপার কাজ সম্পন্ন হয়েছে। ফলে আগামী ১ জানুয়ারি থেকেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবে। তবে এ বছরও ঘটা করে বই উৎসব হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা উপদেষ্টা ডা.
বিধান রঞ্জন রায়।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) গণমাধ্যমকে এসব তথ্য জানান তিনি।
তিনি বলেন,
‘প্রায় সাড়ে ৮ কোটি নতুন বই ছাপানো হয়েছে,
যা ১ জানুয়ারি দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ করা হবে। সারাদেশে ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৭ কোটি শিক্ষার্থী পড়াশোনা করছে। এর বাইরে প্রাক-প্রাথমিকে রয়েছে আরও প্রায় ৫০ লাখ শিশু।‘
তিনি জানান,
এবারের প্রাথমিকের পাঠ্যক্রমে পরিবর্তন আনা হয়েছে। নতুন করে যুক্ত হচ্ছে ‘২৪-এর গণঅভ্যুত্থানের’ গল্প।
প্রাথমিক শিক্ষা উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গেল বছর যেমন বই উৎসব হয়নি,
এবারও তা হচ্ছে না। তবে আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আগে থেকেই বই ছাপার কাজ শুরু করায় শিক্ষার্থীরা বছরের প্রথম দিন থেকেই নতুন বই নিয়ে ক্লাস শুরু করতে পারবে।‘
এদিকে,
শিক্ষা উপদেষ্টা সি আর আবরার জানিয়েছেন, মাধ্যমিক স্তরের নতুন বই পেতে জানুয়ারির পুরো মাস সময় লাগতে পারে।
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : শিক্ষার্থী নতুন বই উৎসব
.png)
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫
মাধ্যমিক স্তরের নতুন বই ছাপা নিয়ে জটিলতা থাকলেও প্রাথমিকের বই ছাপার কাজ সম্পন্ন হয়েছে। ফলে আগামী ১ জানুয়ারি থেকেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবে। তবে এ বছরও ঘটা করে বই উৎসব হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা উপদেষ্টা ডা.
বিধান রঞ্জন রায়।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) গণমাধ্যমকে এসব তথ্য জানান তিনি।
তিনি বলেন,
‘প্রায় সাড়ে ৮ কোটি নতুন বই ছাপানো হয়েছে,
যা ১ জানুয়ারি দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ করা হবে। সারাদেশে ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৭ কোটি শিক্ষার্থী পড়াশোনা করছে। এর বাইরে প্রাক-প্রাথমিকে রয়েছে আরও প্রায় ৫০ লাখ শিশু।‘
তিনি জানান,
এবারের প্রাথমিকের পাঠ্যক্রমে পরিবর্তন আনা হয়েছে। নতুন করে যুক্ত হচ্ছে ‘২৪-এর গণঅভ্যুত্থানের’ গল্প।
প্রাথমিক শিক্ষা উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গেল বছর যেমন বই উৎসব হয়নি,
এবারও তা হচ্ছে না। তবে আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আগে থেকেই বই ছাপার কাজ শুরু করায় শিক্ষার্থীরা বছরের প্রথম দিন থেকেই নতুন বই নিয়ে ক্লাস শুরু করতে পারবে।‘
এদিকে,
শিক্ষা উপদেষ্টা সি আর আবরার জানিয়েছেন, মাধ্যমিক স্তরের নতুন বই পেতে জানুয়ারির পুরো মাস সময় লাগতে পারে।
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
আপনার মতামত লিখুন